Ajker Patrika

আচরণবিধি ভঙ্গ: আমির হোসেন আমুকে ইসির শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ২০: ৩১
আচরণবিধি ভঙ্গ: আমির হোসেন আমুকে ইসির শোকজ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় ইসি দপ্তরে তাঁকে সশরীরে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে আজ শনিবার আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়। আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

শোকজপত্রে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার ছিল ঝালকাঠি জেলা পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে গতকাল সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেলে ঝালকাঠি পৌর শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি। দুটি কর্মসূচিতে আমু বক্তব্যে নৌকায় ভোট চেয়েছেন।

শোকজপত্রে আরও উল্লেখ করা হয়, ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা উল্লিখিত দুটি কর্মসূচিতে আমুকে অংশগ্রহণে নিষেধ করে জানিয়েছিলেন, আমুর অংশগ্রহণে জনসমাগম বৃদ্ধি পেয়ে আলোচনা সভা জনসভায় পরিণত হবে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার বারণ শোনেননি এমপি আমু।

এ অবস্থায় ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে প্রচারণার নিষেধাজ্ঞা অমান্য করায় প্রার্থিতা কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ‘আমির হোসেন আমুকে ইসির শোকজ করার বিষয়টি শুনেছেন।’ তবে এ-সংক্রান্ত দাপ্তরিক চিঠি আজ বিকেল পর্যন্ত তিনি পাননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত