Ajker Patrika

আমতলীতে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশনে ছাত্রী

আমতলী (বরগুনা) প্রতিনিধি
আমতলীতে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশনে ছাত্রী

বরগুনার আমতলীতে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন এক ছাত্রী (১৮)। আজ সোমবার দুপুরে তিনি ওই বাড়িতে গিয়ে অবস্থান নেন। খবর পেয়ে তাঁর শিক্ষক বাড়ি থেকে পালিয়ে গেছেন।

ওই ছাত্রীর অভিযোগ, ওই শিক্ষকের কাছে তিনি প্রাইভেট পড়তেন। এই সুবাদে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের কথা বলে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন। এখন বিয়ে না করতে টালবাহানা করছেন। তাই নিরুপায় হয়ে বিয়ের দাবিতে তিনি শিক্ষকের বাড়িতে অনশনে বসেছেন। বিয়ে না হওয়া পর্যন্ত তিনি এখান থেকে যাবেন না। তাঁকে রেখে অন্য মেয়েকে বিয়ে করলে তিনি আত্মহত্যা করবেন।

এদিকে ওই ছাত্রী তাঁর বাড়িতে এসে অনশনে বসেছেন স্বীকার করে শিক্ষকের বাবা বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের বিষয়টি আমি জানি না। আমার ছেলেকে বিয়ের জন্য অন্য মেয়ে দেখতে যাওয়ার খবর পেয়ে ওই মেয়ে বিয়ের দাবিতে আমার বাড়িতে এসেছে। এই মেয়ের পরিবারকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা করব।’

এ বিষয়ে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম খান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত