নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপির নির্বাচন বর্জনের কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়কসহ সাতজনকে আটক করা হয়। আজ বুধবার নগরীতে নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আদালতপাড়ায় বিএনপির নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির কর্মসূচি শুরু করেন দলের নেতা-কর্মীরা। পরে তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে আদালতপাড়া থেকে মূল সড়কে নেমে পড়েন। সেখান থেকে স্লোগান দিয়ে এক কিলোমিটার দূরে সদর রোডের দলীয় কার্যালয়ে পৌঁছান।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্যসচিব আবুল কালাম শাহীন প্রমুখ।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা আবারও মিছিল নিয়ে সড়কে ওঠার চেষ্টা করেন। তখন ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় আকন কুদ্দুস, আবু নাসের রহমত উল্লাহ, যুবদলের হাফিজ আহমেদ বাবলু, মাসুদ হাসান মামুনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতা-কর্মীরা পুলিশের অনুমতি নেয়নি। তারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিকল্পনা করেছিল।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতা আবুল হোসেন খানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিক তাঁদের নাম জানাতে পারেননি।’
বরিশালে বিএনপির নির্বাচন বর্জনের কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়কসহ সাতজনকে আটক করা হয়। আজ বুধবার নগরীতে নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ আদালতপাড়ায় বিএনপির নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির কর্মসূচি শুরু করেন দলের নেতা-কর্মীরা। পরে তাঁরা পুলিশের বাধা উপেক্ষা করে আদালতপাড়া থেকে মূল সড়কে নেমে পড়েন। সেখান থেকে স্লোগান দিয়ে এক কিলোমিটার দূরে সদর রোডের দলীয় কার্যালয়ে পৌঁছান।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সদস্য আবু নাসের রহমত উল্লাহ, দক্ষিণ জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্যসচিব আবুল কালাম শাহীন প্রমুখ।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা আবারও মিছিল নিয়ে সড়কে ওঠার চেষ্টা করেন। তখন ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। লাঠিপেটায় আকন কুদ্দুস, আবু নাসের রহমত উল্লাহ, যুবদলের হাফিজ আহমেদ বাবলু, মাসুদ হাসান মামুনসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া বলেন, ‘কর্মসূচি পালনের জন্য বিএনপি নেতা-কর্মীরা পুলিশের অনুমতি নেয়নি। তারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির পরিকল্পনা করেছিল।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় বিএনপি নেতা আবুল হোসেন খানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি তাৎক্ষণিক তাঁদের নাম জানাতে পারেননি।’
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে