একটি কুমির আপনাকে আক্রমণ করেছে। তখন যদি ওটার কবল থেকে রেহাই পেতে উল্টো কুমিরটিকেই কামড়ে দেন, কেমন হবে? অস্ট্রেলিয়ার এক কৃষকের বেলায় এমনটাই ঘটেছে। ওই কৃষক জানিয়েছেন, একটা কুমির তাঁকে আক্রমণ করার পর ওটাকে কামড়ে দিয়ে সৌভাগ্যক্রমে গল্পটি বলার জন্য বেঁচে ফিরেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে।
নর্দার্ন টেরিটরি এলাকায় বাস করা গবাদিপশুর খামারি কলিন ডেভেরক্সকে ১০ ফুট লম্বা (৩.২ মিটার) একটি লোনা পানির কুমির কামড়ানোর পরে এক মাস হাসপাতালে কাটাতে হয়। ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটির কবল থেকে বাঁচার জন্য ওটার চোখের পাতা কামড়ে দেন তিনি।
ডেভেরক্স জানান, গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য গিয়েছিলেন। এ সময় সেখানকার একটি হ্রদে থামার পরেই ঘটনার সূত্রপাত।
এ সময় মাছেদের হ্রদের মাঝখানে সাঁতার কাটতে দেখেন। হ্রদটি থেকে সরে যাচ্ছিলেন যখন, একটি কুমির এসে ডান পা কামড়ে ধরে। তারপর প্রাণীটি তাঁকে টেনে পানিতে নিয়ে যায়।
ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটিকে কামড় দেওয়ার আগে ওটাকে নিজের মুক্ত পা দিয়ে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করেন।
‘আমি এমন একটি অদ্ভুত অবস্থায় পড়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে আমার দাঁত তার চোখের পাতার সংস্পর্শে চলে এসেছিল। এটি বেশ মোটা ছিল। আমি ওটার চোখের পাতায় (দাঁত দিয়ে) ঝাঁকুনি দিয়েছিলাম এবং সে আমাকে ছেড়ে দেয়।’ বলেন ডেভেরক্স।
ডেভেরক্স এরপর এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে হ্রদের জল থেকে উঠে গাড়ি যেখানে রেখেছেন সেদিকে দৌড়ালেন। কুমিরটিও জল থেকে উঠে মিটার চারেক তাড়া করে তাঁকে। তারপর থেমে যায়।
ডেভেরক্স জানান, পায়ে রক্তপাত বন্ধ করতে একটি তোয়ালে ও কিছু দড়ি ব্যবহার করেন। তারপর ডেভেরক্সের ভাই এসে তাঁকে ১৩০ কিলোমিটার দূরের রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যান।
‘এটা (কুমিরটা) যদি আমার শরীরের অন্য কোথাও কামড়াত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’ বলেন তিনি।
ডেভেরক্স জানান, এই জলাভূমি এলাকায় বেড়া ঠিক করতে এবং বিভিন্ন প্রয়োজনে নিয়মিতই ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু এ ঘটনা তাঁর চোখ খুলে দিয়েছে। তাঁকে এখন অভ্যাস পরিবর্তন করতে হবে।
কুমির এই অঞ্চলে আইনের মাধ্যমে সুরক্ষিত। বিজ্ঞানীদের আগ্রহ থাকার পাশাপাশি এটি পর্যটকদেরও আকৃষ্ট করে।
কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক উপদ্বীপের কেনেডি নদীতে এ বছরের এপ্রিলে সর্বশেষ মারাত্মক কুমিরের আক্রমণ হয়েছিল।
একটি কুমির আপনাকে আক্রমণ করেছে। তখন যদি ওটার কবল থেকে রেহাই পেতে উল্টো কুমিরটিকেই কামড়ে দেন, কেমন হবে? অস্ট্রেলিয়ার এক কৃষকের বেলায় এমনটাই ঘটেছে। ওই কৃষক জানিয়েছেন, একটা কুমির তাঁকে আক্রমণ করার পর ওটাকে কামড়ে দিয়ে সৌভাগ্যক্রমে গল্পটি বলার জন্য বেঁচে ফিরেছেন। এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে।
নর্দার্ন টেরিটরি এলাকায় বাস করা গবাদিপশুর খামারি কলিন ডেভেরক্সকে ১০ ফুট লম্বা (৩.২ মিটার) একটি লোনা পানির কুমির কামড়ানোর পরে এক মাস হাসপাতালে কাটাতে হয়। ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটির কবল থেকে বাঁচার জন্য ওটার চোখের পাতা কামড়ে দেন তিনি।
ডেভেরক্স জানান, গত মাসে ফিনিস নদীর কাছে বেড়া নির্মাণের জন্য গিয়েছিলেন। এ সময় সেখানকার একটি হ্রদে থামার পরেই ঘটনার সূত্রপাত।
এ সময় মাছেদের হ্রদের মাঝখানে সাঁতার কাটতে দেখেন। হ্রদটি থেকে সরে যাচ্ছিলেন যখন, একটি কুমির এসে ডান পা কামড়ে ধরে। তারপর প্রাণীটি তাঁকে টেনে পানিতে নিয়ে যায়।
ডেভেরক্স এবিসি নিউজকে জানান, কুমিরটিকে কামড় দেওয়ার আগে ওটাকে নিজের মুক্ত পা দিয়ে লাথি মেরে তাড়ানোর চেষ্টা করেন।
‘আমি এমন একটি অদ্ভুত অবস্থায় পড়েছিলাম, কিন্তু ঘটনাক্রমে আমার দাঁত তার চোখের পাতার সংস্পর্শে চলে এসেছিল। এটি বেশ মোটা ছিল। আমি ওটার চোখের পাতায় (দাঁত দিয়ে) ঝাঁকুনি দিয়েছিলাম এবং সে আমাকে ছেড়ে দেয়।’ বলেন ডেভেরক্স।
ডেভেরক্স এরপর এক মুহূর্ত দেরি না করে লাফিয়ে হ্রদের জল থেকে উঠে গাড়ি যেখানে রেখেছেন সেদিকে দৌড়ালেন। কুমিরটিও জল থেকে উঠে মিটার চারেক তাড়া করে তাঁকে। তারপর থেমে যায়।
ডেভেরক্স জানান, পায়ে রক্তপাত বন্ধ করতে একটি তোয়ালে ও কিছু দড়ি ব্যবহার করেন। তারপর ডেভেরক্সের ভাই এসে তাঁকে ১৩০ কিলোমিটার দূরের রয়্যাল ডারউইন হাসপাতালে নিয়ে যান।
‘এটা (কুমিরটা) যদি আমার শরীরের অন্য কোথাও কামড়াত, তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত।’ বলেন তিনি।
ডেভেরক্স জানান, এই জলাভূমি এলাকায় বেড়া ঠিক করতে এবং বিভিন্ন প্রয়োজনে নিয়মিতই ঘুরে বেড়াতেন তিনি। কিন্তু এ ঘটনা তাঁর চোখ খুলে দিয়েছে। তাঁকে এখন অভ্যাস পরিবর্তন করতে হবে।
কুমির এই অঞ্চলে আইনের মাধ্যমে সুরক্ষিত। বিজ্ঞানীদের আগ্রহ থাকার পাশাপাশি এটি পর্যটকদেরও আকৃষ্ট করে।
কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক উপদ্বীপের কেনেডি নদীতে এ বছরের এপ্রিলে সর্বশেষ মারাত্মক কুমিরের আক্রমণ হয়েছিল।
ডলফিনকে প্রাণিজগতের সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একটি হিসেবে গণ্য করা হয়। সমুদ্রজীব বিজ্ঞানীদের মতে, ডলফিন শুধু শিকার ধরতে নয়, নিজেদের আনন্দ কিংবা কৌতূহল মেটাতেও নানা ধরনের বুদ্ধি খাটায়। এবার সেই বুদ্ধিমত্তার নতুন এক দিক উঠে এসেছে বিবিসি ওয়ানের নতুন তথ্যচিত্রে—যেখানে দেখা গেছে, তরুণ ডলফিনেরা পাফার মাছ।
১১ ঘণ্টা আগেতবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
২ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
৩ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৪ দিন আগে