আনুমানিক ১৬ ফুট লম্বা বিশাল একটি অজগর যদি আপনার বাড়ির ছাদ অতিক্রম করে যায়, কেমন লাগবে বলুন তো? আর যা-ই হোক, নিশ্চয় খুব আনন্দময় হবে না বিষয়টি। এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এক বাড়িতে। এক ভিডিওতে অজগরটিকে বাড়ির ছাদ থেকে একটি গাছে যেতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
কুইন্সল্যান্ডের একটি এলাকার বাসিন্দারা সম্প্রতি বিশাল অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণীটিকে ছাদের ওপর দিয়ে চলতে দেখেন তাঁরা। এত বিশাল একটি অজগর কীভাবে সেখানে এল সেটা চিন্তা করছিলেন তাঁরা।
অস্বাভাবিক দৃশ্যটা দেখতে ভিড় জমান বহু মানুষ; একজন ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও করেন। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ঘটনা দেখতে জড়ো হওয়া মানুষদের দিকে ঘাড় ঘোরাতে দেখা যায় অজগরটিতে। এ সময় একটা বাচ্চার ভয়ে কেঁদে ওঠার শব্দ শোনা যায়।
‘এটি বুনো’ একজন নারীকে বলতে শোনা যায়।
যখন অজগরটি তার লেজটি ছাদ থেকে তুলে নেয় এবং অন্য গাছের দিকে যাওয়ার আগে একটি লম্বা গাছ থেকে মানুষের দিকে তাকাতে থামে, অন্য একজন বলেন, ‘এরা উদ্ভট ধরনের, তাই না?’
ভিডিওটি শেষ হয় গাছের মধ্য দিয়ে অজগরটি এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এটার ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এবং বিশাল দেহ নিয়ে অনায়াসে এগিয়ে যাওয়া দেখে অবাক হয় দর্শক।
জানা যায়, এটা কার্পেট পাইথন জাতের অজগর। এ ধরনের অজগর ওজনে ১৫ কিলোগ্রাম পর্যন্ত এবং দৈর্ঘ্য চার থেকে পাঁচ মিটার হয় (১৩ থেকে ১৬ ফুট)।
সাপ ধরতে ওস্তাদ কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টের ড্যান। নিয়মিতই এই সরীসৃপদের মুখোমুখি হতে হয় তাঁকে। এনডিটিভি ইয়াহু নিউজ অস্ট্রেলিয়ার সূত্রে এ বিষয়ে ড্যানের মতামত প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, ‘এই সাপদের এমন চলাফেরা করা সাধারণ ব্যাপার। এদের গাছে চড়ার অর্থ এরা একটি পাখি বা অপোসাম শিকারের চেষ্টা করছে বা নিজেরাই বিপদ এড়াতে সেখানে আশ্রয় নেয়।
‘গাছের মধ্যে কার্পেট অজগর দেখা খুবই সাধারণ। শরীরে সূর্যের উত্তাপ নিতে, কুকুর বা মানুষকে এড়াতে কিংবা পাখি এবং শিকার করতে সেখানে যায়। যদিও আমি গাছের চেয়ে মাটিতে বেশি অজগর দেখতে পাই। তবে এটি অস্বাভাবিক নয়।’ যোগ করেন তিনি।
আনুমানিক ১৬ ফুট লম্বা বিশাল একটি অজগর যদি আপনার বাড়ির ছাদ অতিক্রম করে যায়, কেমন লাগবে বলুন তো? আর যা-ই হোক, নিশ্চয় খুব আনন্দময় হবে না বিষয়টি। এমন ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার এক বাড়িতে। এক ভিডিওতে অজগরটিকে বাড়ির ছাদ থেকে একটি গাছে যেতে দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
কুইন্সল্যান্ডের একটি এলাকার বাসিন্দারা সম্প্রতি বিশাল অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। প্রাণীটিকে ছাদের ওপর দিয়ে চলতে দেখেন তাঁরা। এত বিশাল একটি অজগর কীভাবে সেখানে এল সেটা চিন্তা করছিলেন তাঁরা।
অস্বাভাবিক দৃশ্যটা দেখতে ভিড় জমান বহু মানুষ; একজন ব্যক্তি পুরো ঘটনাটির ভিডিও করেন। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ঘটনা দেখতে জড়ো হওয়া মানুষদের দিকে ঘাড় ঘোরাতে দেখা যায় অজগরটিতে। এ সময় একটা বাচ্চার ভয়ে কেঁদে ওঠার শব্দ শোনা যায়।
‘এটি বুনো’ একজন নারীকে বলতে শোনা যায়।
যখন অজগরটি তার লেজটি ছাদ থেকে তুলে নেয় এবং অন্য গাছের দিকে যাওয়ার আগে একটি লম্বা গাছ থেকে মানুষের দিকে তাকাতে থামে, অন্য একজন বলেন, ‘এরা উদ্ভট ধরনের, তাই না?’
ভিডিওটি শেষ হয় গাছের মধ্য দিয়ে অজগরটি এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে। এটার ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এবং বিশাল দেহ নিয়ে অনায়াসে এগিয়ে যাওয়া দেখে অবাক হয় দর্শক।
জানা যায়, এটা কার্পেট পাইথন জাতের অজগর। এ ধরনের অজগর ওজনে ১৫ কিলোগ্রাম পর্যন্ত এবং দৈর্ঘ্য চার থেকে পাঁচ মিটার হয় (১৩ থেকে ১৬ ফুট)।
সাপ ধরতে ওস্তাদ কুইন্সল্যান্ডের সানশাইন কোস্টের ড্যান। নিয়মিতই এই সরীসৃপদের মুখোমুখি হতে হয় তাঁকে। এনডিটিভি ইয়াহু নিউজ অস্ট্রেলিয়ার সূত্রে এ বিষয়ে ড্যানের মতামত প্রকাশ করেছে। সেখানে তিনি বলেন, ‘এই সাপদের এমন চলাফেরা করা সাধারণ ব্যাপার। এদের গাছে চড়ার অর্থ এরা একটি পাখি বা অপোসাম শিকারের চেষ্টা করছে বা নিজেরাই বিপদ এড়াতে সেখানে আশ্রয় নেয়।
‘গাছের মধ্যে কার্পেট অজগর দেখা খুবই সাধারণ। শরীরে সূর্যের উত্তাপ নিতে, কুকুর বা মানুষকে এড়াতে কিংবা পাখি এবং শিকার করতে সেখানে যায়। যদিও আমি গাছের চেয়ে মাটিতে বেশি অজগর দেখতে পাই। তবে এটি অস্বাভাবিক নয়।’ যোগ করেন তিনি।
চীনের এক কিশোর ১৬ হাজার ৭০০ ইউয়ান (প্রায় ২ হাজার ৩৫০ ডলার) খরচ করে উচ্চতা বাড়ানোর চিকিৎসা নিলেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন। ছয় মাসের চিকিৎসায় তাঁর উচ্চতা সামান্য বেড়েছিল। তবে চিকিৎসা বন্ধ করার দুই সপ্তাহের মধ্যে আবার আগের উচ্চতায় ফিরে যান তিনি।
২ দিন আগেচীনের এক নারী উদ্যোক্তা তাঁর অধীনস্থ এক বিবাহিত তরুণের প্রেমে পড়েন। প্রেম এতই গভীর হয় যে তিনি তাঁর অধীনস্থ সেই কর্মীকে ৪ লাখ ২০ হাজার ডলার দেন, যেন তিনি তাঁর স্ত্রীকে তালাক দেন। চীনা মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩০ লাখ ইউয়ান।
৩ দিন আগেবিবাহ বিচ্ছেদের পর কন্যা সন্তানের কাস্টডি পান বাবা লি। গত সাত বছর ধরে তাঁকে বড় করেছেন। সম্প্রতি ক্যানসারের কারণে শারীরিক অবস্থার খুব বেশিই অবনতি হলে নিজের মৃত্যুর পর যেন সন্তান ভালো থাকে, তা নিশ্চিতে প্রাক্তন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন লি। এক পর্যায়ে লি জানতে পারেন যে সন্তানের জন্য...
৮ দিন আগেলন্ডনের একটি আর্ট গ্যালারি থেকে মাত্র ৩৬ সেকেন্ডে চুরি হয়ে গেছে প্রায় ২ লাখ ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) মূল্যের একটি ব্যাঙ্কসি আর্টের শিল্পকর্ম। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে লন্ডনের ফিটজরোভিয়াতে গ্রোভ গ্যালারির সামনের কাচের দরজা ভেঙে চোর ভেতরে প্রবেশ করে স্ট্রিট আর
৯ দিন আগে