বাংলাদেশের সমুদ্র উপকূলে প্রায়ই কয়েক কেজি ওজনের একটি মাছ কয়েক লাখ টাকায় বিক্রির খবর পাওয়া যায়। স্থানীয়রা এটিকে বলেন, ‘ভোলা মাছ’। কথিত আছে, এই মাছের বায়ুথলি বা পটকা চীনে রপ্তানি হয়। সর্বশেষ পাকিস্তানের এক জেলে একটি ভোলা মাছ আজ শুক্রবার নিলামে ৭ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি করেছেন বলে গণমাধ্যমে এসেছে।
মাছটি কেন এত মূল্যবান তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
বাংলাদেশে ভোলা মাছ নামে পরিচিত মৎস্য প্রজাতিটি একেক দেশে একেক নামে পরিচিত। এটি মূলত পার্চ জাতের মাছ।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শুকনো সামুদ্রিক খাবারগুলোর মধ্যে এই মাছের পটকা বা বায়ুথলি একটি। এটি মূলত চীনা খাবার। প্রতি কেজির দাম ৪৫০ থেকে ১০০০ ডলার পর্যন্ত হতে পারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা! তবে চাহিদার তুলনায় সরবরাহ খুব কম হওয়ায় এটির দাম দিনে দিনে বাড়ছেই। সেই সঙ্গে রয়েছে কালোবাজারে বেচাকেনা। তখন এটির দাম আরও বাড়ে।
চীনে এই মাছের পটকাকে সাধারণত সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। বিশেষ কোনো আচ-অনুষ্ঠানে সাধারণত উপহার হিসেবে এটি দেওয়া হয়ে থাকে, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে। আবার অনেকে বিনিয়োগ হিসেবে মাছের পটকার শুঁটকি মজুত করে থাকেন।
ক্যান্টোনিজ খাবারের চার বিশেষ পদের মধ্যে ভোলা মাছের পটকা একটি। বাকিগুলো হলো—ঝিনুক, সি কিউকাম্বার (সমুদ্র শসা) ও হাঙরের পাখনা। ক্যান্টোনিজ খাবার হলো দক্ষিণ-পূর্ব চীনের আঞ্চলিক রান্নার একটি পদ। মাছের পটকার স্যুপ ও স্ট্যু ক্যান্টোনিজদের মধ্যে বেশ জনপ্রিয়।
তবে ভোলা মাছের পটকার চাহিদা বেশি হওয়ার কারণ হলো এটির ঔষধি গুণ। এর মধ্যে উচ্চমাত্রায় কোলাজেন ও ফাইবার রয়েছে। ধারণা করা হয়, এটি খেলে স্বাস্থ্যকর ত্বকের পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা ও পরিপাকক্ষমতা বাড়ে।
চীনে সন্তান প্রসবের পর দ্রুত সেরে ওঠার জন্য ও সার্জারি-পরবর্তী ব্যথা উপশমের জন্য ভোলা মাছের পটকা খেতে বলা হয়।
পূর্ব এশিয়ায় মাছ ধরার পরিমাণ বেড়ে যাওয়ায় চীনকে এখন চাহিদার বেশির ভাগ পটকাই বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য উগান্ডা। উগান্ডায় জেলেরা প্রতিযোগিতা করে লেক ভিক্টোরিয়া থেকে নিল পার্চ মাছ ধরেন এবং উচ্চমূল্যে চীনে রপ্তানি করেন।
এ ছাড়া মেক্সিকোর ততোয়াবা মাছ (ভোলা মাছের স্থানীয় নাম) থেকেও পটকা সংগ্রহ করে অবৈধভাবে চীনে রপ্তানি করা হয়। মাছের পটকা পাচারকে কেন্দ্র করে মেক্সিকোতে লাখ লাখ ডলারের অবৈধ বাণিজ্য হয়।
বিলুপ্তপ্রায় এই মাছ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলেও চীনে পটকার ব্যাপক চাহিদার কারণে পাচার রোধ করা সম্ভব হচ্ছে না।
বাংলাদেশের সমুদ্র উপকূলে প্রায়ই কয়েক কেজি ওজনের একটি মাছ কয়েক লাখ টাকায় বিক্রির খবর পাওয়া যায়। স্থানীয়রা এটিকে বলেন, ‘ভোলা মাছ’। কথিত আছে, এই মাছের বায়ুথলি বা পটকা চীনে রপ্তানি হয়। সর্বশেষ পাকিস্তানের এক জেলে একটি ভোলা মাছ আজ শুক্রবার নিলামে ৭ কোটি পাকিস্তানি রুপিতে বিক্রি করেছেন বলে গণমাধ্যমে এসেছে।
মাছটি কেন এত মূল্যবান তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
বাংলাদেশে ভোলা মাছ নামে পরিচিত মৎস্য প্রজাতিটি একেক দেশে একেক নামে পরিচিত। এটি মূলত পার্চ জাতের মাছ।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শুকনো সামুদ্রিক খাবারগুলোর মধ্যে এই মাছের পটকা বা বায়ুথলি একটি। এটি মূলত চীনা খাবার। প্রতি কেজির দাম ৪৫০ থেকে ১০০০ ডলার পর্যন্ত হতে পারে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার টাকা থেকে ১ লাখ ১০ হাজার টাকা! তবে চাহিদার তুলনায় সরবরাহ খুব কম হওয়ায় এটির দাম দিনে দিনে বাড়ছেই। সেই সঙ্গে রয়েছে কালোবাজারে বেচাকেনা। তখন এটির দাম আরও বাড়ে।
চীনে এই মাছের পটকাকে সাধারণত সম্পদ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। বিশেষ কোনো আচ-অনুষ্ঠানে সাধারণত উপহার হিসেবে এটি দেওয়া হয়ে থাকে, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে। আবার অনেকে বিনিয়োগ হিসেবে মাছের পটকার শুঁটকি মজুত করে থাকেন।
ক্যান্টোনিজ খাবারের চার বিশেষ পদের মধ্যে ভোলা মাছের পটকা একটি। বাকিগুলো হলো—ঝিনুক, সি কিউকাম্বার (সমুদ্র শসা) ও হাঙরের পাখনা। ক্যান্টোনিজ খাবার হলো দক্ষিণ-পূর্ব চীনের আঞ্চলিক রান্নার একটি পদ। মাছের পটকার স্যুপ ও স্ট্যু ক্যান্টোনিজদের মধ্যে বেশ জনপ্রিয়।
তবে ভোলা মাছের পটকার চাহিদা বেশি হওয়ার কারণ হলো এটির ঔষধি গুণ। এর মধ্যে উচ্চমাত্রায় কোলাজেন ও ফাইবার রয়েছে। ধারণা করা হয়, এটি খেলে স্বাস্থ্যকর ত্বকের পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা ও পরিপাকক্ষমতা বাড়ে।
চীনে সন্তান প্রসবের পর দ্রুত সেরে ওঠার জন্য ও সার্জারি-পরবর্তী ব্যথা উপশমের জন্য ভোলা মাছের পটকা খেতে বলা হয়।
পূর্ব এশিয়ায় মাছ ধরার পরিমাণ বেড়ে যাওয়ায় চীনকে এখন চাহিদার বেশির ভাগ পটকাই বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য উগান্ডা। উগান্ডায় জেলেরা প্রতিযোগিতা করে লেক ভিক্টোরিয়া থেকে নিল পার্চ মাছ ধরেন এবং উচ্চমূল্যে চীনে রপ্তানি করেন।
এ ছাড়া মেক্সিকোর ততোয়াবা মাছ (ভোলা মাছের স্থানীয় নাম) থেকেও পটকা সংগ্রহ করে অবৈধভাবে চীনে রপ্তানি করা হয়। মাছের পটকা পাচারকে কেন্দ্র করে মেক্সিকোতে লাখ লাখ ডলারের অবৈধ বাণিজ্য হয়।
বিলুপ্তপ্রায় এই মাছ আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হলেও চীনে পটকার ব্যাপক চাহিদার কারণে পাচার রোধ করা সম্ভব হচ্ছে না।
তবে এটি মোটেও শখ করে বাজানো হয় না। বরং, নতুন এই ফ্যাশন গরুকে আরামদায়ক রাখার চেষ্টার পাশাপাশি দুধের মান এবং উৎপাদন বাড়ানোর নতুন উপায় হিসেবেও দেখা হচ্ছে। এই প্রবণতা টিকটকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে এবং কোটি কোটি দর্শক এর ভিডিও দেখে মুগ্ধ হয়েছেন।
১ দিন আগেগত ১৫ বছরে ব্রিটেনে রাজনৈতিক অস্থিরতার মধ্যে একমাত্র স্থিতিশীলতার প্রতীক ল্যারি—ডাউনিং স্ট্রিটের বিখ্যাত বিড়াল। এই ট্যাবি বিড়াল এরই মধ্যে পাঁচ প্রধানমন্ত্রীর ‘অধীনে’ ডাউনিং স্ট্রিটের ‘চিফ মাউজার’ বা প্রধান ইঁদুর শিকারি হিসেবে দায়িত্ব পালন করে ফেলেছে। বর্তমানে সে ষষ্ঠ প্রধানমন্ত্রীর অধীনে দায়িত্ব
২ দিন আগেডেনমার্কের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ সেখানকার মাংসাশী প্রাণীদের খাদ্য হিসেবে ছোট পোষা প্রাণী দান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।
৩ দিন আগেচীনের ঐতিহ্যবাহী শাওলিন মঠে নতুন বিধিনিষেধ চালু হওয়ার পর ৩০ জনেরও বেশি সন্ন্যাসী ও কর্মচারী মঠ ছেড়ে চলে গেছেন। নতুন নিযুক্ত মঠাধ্যক্ষ শি ইয়েইনলে কঠোর নিয়ম চালু করায় এই পদত্যাগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নতুন নিয়মে মোবাইল ব্যবহারের সময় কমানো, কঠোর খাদ্যাভ্যাস এবং দীর্ঘ কর্মঘণ্টা বাধ্যতামূলক করা...
৩ দিন আগে