ঢাকার রানপাহাড় ডিঙিয়ে খুলনার উচ্ছ্বাস
শিশির ভেজা মাঠে ইনিংসের শুরু থেকেই বল গ্রিপ করতে সমস্যায় পড়ছিলেন রুবেল হোসেন, ইসুরু উদানারা। মিনিস্টার গ্রুপ বোলারদের ওপর চড়াও হয়ে ফায়দা তুলে নিতে একদমই ভুল করেননি আন্দ্রে ফ্লেচার, রনি তালুকদার, থিসারা পেরেরারা। তাঁদের ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটের জয় পেয়েছে খুলনা টাইগার্স।