Ajker Patrika

সিলেটের শক্তি দুই বিদেশি কোচ

প্রিন্স রাসেল, ঢাকা
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮: ০৮
সিলেটের শক্তি দুই বিদেশি কোচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেটের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলোচনা কম হয়নি। টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এই তাদের মালিকানাতেই বদল এসেছে সবচেয়ে বেশিবার। এবারের বিপিএলে দলটি খেলবে সিলেট সানরাইজার্স নামে। এর আগে সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার নামে বিপিএলে অংশ নেয় তারা।

এবারের আয়োজনে নতুন শুরু হচ্ছে সিলেটের। প্রতিযোগিতায় শিরোপা জেতার স্বপ্ন তাদের। কিন্তু ওই অর্থে বড় বাজেট কিংবা তারকা ঠাসা দল গঠন করতে পারেনি ফ্র্যাঞ্চাইজি। দলে তরুণ ক্রিকেটারদের আধিক্যই বেশি। নেই বড় কোনো সুপারস্টার। তবে সানরাইজার্সের সবচেয়ে ইতিবাচক দিকটি হচ্ছে তাদের দলে পারফরমারের অভাব নেই। 

বিশেষ করে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ প্রাধান্য পেয়েছে সিলেট সানরাইজার্সের দল গঠনে। দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তাঁর অলরাউন্ডিং পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। মোসাদ্দেক ছাড়াও দলে টানা হয়েছে মিজানুর রহমান, মুক্তার আলি, এনামুল হক বিজয়কে। 

অভিজ্ঞদের মধ্যে আছেন আলোক কাপালি, সোহাগ গাজীর মতো ক্রিকেটার। দেশের বাইরের বিপিএলের পরিচিত মুখ রবি বোপারাকে উড়িয়ে এনেছে সিলেট। এ ছাড়া লেন্ডল সিমন্স, কলিন ইনগ্রাম, ডেভন থমাসকে নিয়ে এসেছে তারা। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ প্রস্তুত আছেন গতির ঝড় তুলতে। তাঁর সঙ্গে পেস বিভাগে আল-আমিন হোসেন ও ক্যারিবীয় তারকা কেসরিক উইলিয়ামসের উপস্থিতি দলের পেস বিভাগকে শক্তিশালী করে তুলছে। 

সব মিলিয়ে দল নিয়ে খুশি অধিনায়ক মোসাদ্দেক। দলে সুপারস্টার না থাকার আক্ষেপ নেই তাঁর। তিনি বলেছেন, ‘আমার দলে হয়তো সুপারস্টার নেই। কিন্তু যারা আছে তারা ঘরোয়া ক্রিকেটের পারফরমার। সবাই নিজের দিনে ভালো খেললে ভালো একটা ফলাফল আশা করা যায়।’ সিলেটের বেশির ভাগ ক্রিকেটারের জন্য অন্তরায় হতে পারে সংস্করণে বদল। যাঁরা কিনা লাল বলেই বেশি অভ্যস্ত। 

সানরাইজার্স অধিনায়কের কাছে সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়াটাই বড় চ্যালেঞ্জ। মোসাদ্দেক বলেছেন, ‘প্রতিটা সংস্করণ ভিন্ন ভিন্ন। একটা সংস্করণ থেকে আরেকটা সংস্করণে মানিয়ে নেওয়া কঠিন। আমরা অনুশীলন করছি সেভাবেই। আমার মতে মানিয়ে নিতে আমাদের বেশি সময় লাগবে না। দুই দিন খুব ভালো অনুশীলন হয়েছে। ম্যাচের আগে এখনো দুই দিন সময় আছে। আশা করি, সবকিছু ভালোই হবে।’ 

বাস্তবতা হচ্ছে, বিপিএলে সিলেটের ভালোকিছু কখনোই হয়নি। টুর্নামেন্টে এখন পর্যন্ত ফাইনালে উঠতে পারেনি সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার প্রধান কোচ মারভিন ডিলানকে পেয়ে বড় স্বপ্ন দেখছে দলটি। বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড আছেন দলটির ব্যাটিং বিভাগের দায়িত্বে। বিগ ব্যাশ, পিএসএলসহ ইংলিশ কাউন্টির বিখ্যাত একাডেমিগুলোকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে উডের। 

সিলেটের সবচেয়ে বড় শক্তি এই কোচিং বিভাগই। ডিলান-উড জুটির সুবাদে সিলেটের ফ্র্যাঞ্চাইজি ব্যর্থ বৃত্ত ভাঙতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর তোলা থাকল ভবিষ্যতের জন্য। ইতিবাচক ভবিষ্যতের আশায় ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ব নিয়েছে প্রগতি গ্রুপ। সিলেটের ফ্র্যাঞ্চাইজির মাঠের অতীত যেমন নেতিবাচক তেমনি সাংগঠনিক দিকটাও। খেলোয়াড়দের বকেয়া দেনার দায়ে ২০১৬ সালে নিষিদ্ধ পর্যন্ত হয়েছিল সিলেট অঞ্চলের ফ্র্যাঞ্চাইজিটি। 

সিলেট অবশ্য এখনো পূর্ণশক্তির দল দাঁড় করাতে পারেনি। দলটির দুই শ্রীলঙ্কান তারকা দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো পেরেরা এলে দলটিতে আসতে পারে ভারসাম্য। 

সিলেট সানরাইজার্স দল:
মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), তাসকিন আহমেদ, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম, সিরাজ আহমেদ, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, নাজমুল ইসলাম, রবি বোপারা, অ্যাঞ্জেলো পেরেরা, এনামুল হক বিজয়, সোহাগ গাজী, অলোক কাপালি, মুক্তার আলি, জুবাইর হোসেন, মিজানুর রহমান, নাদিফ চৌধুরী, শফিউল হায়াত, সাঞ্জামুল ইসলাম, লেন্ডন সিমন্স, ডেভন থমাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত