Ajker Patrika

বিপিএল সব সময়ই আমাদের একটা মাথাব্যথা

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১২: ২১
বিপিএল সব সময়ই আমাদের একটা মাথাব্যথা

প্রশ্ন: সব মিলিয়ে গত ১০ বছরে বিপিএল কি আরও ভালো অবস্থানে যেতে পারত না? 

ইসমাইল হায়দার মল্লিক: ‘হ্যাঁ, যাওয়া যেত (আরও ভালো অবস্থানে)। তবে আমরা যে যাচ্ছি না, তা নয়। আমাদের সব সময়ই একটা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হয়। আমাদের যে ফ্র্যাঞ্চাইজি হয়, সবাই দীর্ঘ মেয়াদে হয় না, এটা কিন্তু দেখতে হবে। আমাদের স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অনেক ভুগতে হয়। ফ্র্যাঞ্চাইজিরা এসব পরিশোধ করেনি। এসব বিষয় অন্যান্য দেশের লিগগুলোতে বেশি হয়নি। আমাদের এসব বিষয় মাথায় রেখে করতে হয়। তবু বলব, আমরা এই আর্থসামাজিক অবস্থা ও কোভিড পরিস্থিতিতে প্রতিবছর বিপিএল বা টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে পারছি, এটাকে প্রশংসা করতেই হবে। 

প্রশ্ন: বিপিএলকে বিতর্কমুক্ত রাখতে সবচেয়ে বড় বাধা কোথায়? 

ইসমাইল হায়দার: এটা নিয়ে আমাদের (বিসিবি) সভাপতিও বলেছেন, এটা (বিপিএল) সব সময়ই আমাদের একটা মাথাব্যথা! এটা বোর্ড নিয়ন্ত্রিত টুর্নামেন্ট নয়। এখানে ফ্র্যাঞ্চাইজি যারা আসে, তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অনেক ফ্র্যাঞ্চাইজি দায়িত্বশীল ভূমিকা পালন করছে, অনেকে করছে না। সে কারণেই আমরা প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। 

প্রশ্ন: এখনো বিপিএলের নির্দিষ্ট একটি স্লটই হয়নি। এটার কারণ কী? 

ইসমাইল হায়দার: এটার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশ দলের খেলা অনেক বেড়ে গেছে। আগামী দুই বছরে জাতীয় দলের ক্রিকেটারদের মাত্র ৪৯ দিন ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ আছে। এর মধ্যে দুটি বিপিএল করতে হবে। অনেক দেশ তাদের জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করে। আমরা সেটা পারি না। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এমন একটা জায়গায় চলে গেছে, তারা নির্দিষ্ট সময়ে করতে পারে। তবু দেখুন, পিএসএলও নির্দিষ্ট সময়ে করতে পারে না। 

প্রশ্ন: আর্থিক দিক দিয়ে বিপিএল লাভ করছে। কিন্তু অন্য দেশের তুলনায় এর আর্থিক কাঠামো নিশ্চয়ই আরও শক্তিশালী হতে পারত? 

ইসমাইল হায়দার: বিসিবি আর্থিক লাভের জন্য বিপিএল করে না। এর মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের ক্যালেন্ডারে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট দরকার। সেটির জন্যই বিপিএল। এখান থেকে তরুণ প্রতিভাবান ক্রিকেটার বের করা, যারা এই সংস্করণে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে। এটিকে বিসিবি রাজস্ব উৎপাদনকারী টুর্নামেন্ট হিসেবে দেখে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত