নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ দেখে কিছুটা যেন হতাশ হলেন ইসমাইল হায়দার মল্লিক। পুরো ২০ ওভার খেলেও যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোর ১২৫ এর বেশি হয়নি। সেটি তাড়া করতে গিয়ে একটা পর্যায়ে পথ হারিয়ে ফেলেছিল চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশালও।
যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের বরিশাল। রানের খেলা টি-টোয়েন্টিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিকের মতো রান না দেখে অবশ্য যে কারও হতাশ হওয়ার কথা। বিপিএলের প্রত্যেক মৌসুমে উইকেট নিয়ে সমালোচনা যে তাঁদের ওপর দিয়েই বয়ে যায়।
তবে এখনই হতাশ হচ্ছেন না মল্লিক। ভালো উইকেটের নির্দেশনা দেওয়া আছে জানিয়ে তিনি বলেছেন, ‘এটা (চট্টগ্রাম-বরিশাল) প্রথম ম্যাচ। আরও ২-৩ দিন গেলে বুঝতে পারব আসলে উইকেট কেমন। আমরা সব সময় ভালো উইকেট চাই, গ্রাউন্স কমিটিকেও এটা সব সময় বলে আসছি। তারাও আপ্রাণ চেষ্টা করছে যেন উইকেটটা ভালো থাকে।’
মিরপুরের উইকেটে ইনিংসে অন্তত ১৬০-১৭০ আশা করার কথা জানান মল্লিক। দিনের আরেক ম্যাচে তাঁর সে আশা অবশ্য পূরণ করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে ঢাকা। সাবলীল ব্যাটিং করেছেন মোহাম্মদ শাহজাদ-তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। মল্লিক বলেছেন, ‘মিরপুরে ২০০ রানও হয়েছে, ২১০-২০ রানও হয়েছে। এই মাঠের পরিসংখ্যান দেখেন পঞ্চাশ শতাংশ ম্যাচগুলোতে কিন্তু ১৬০ রানের মতো হয়েছে। আবার ত্রিশ শতাংশ ম্যাচে লো-স্কোরিং রান হয়েছে। এখন দেখতে হবে, আমাদের খেলোয়াড়েরা কীভাবে উইকেটের সদ্ব্যবহার করে।’
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচ দেখে কিছুটা যেন হতাশ হলেন ইসমাইল হায়দার মল্লিক। পুরো ২০ ওভার খেলেও যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের স্কোর ১২৫ এর বেশি হয়নি। সেটি তাড়া করতে গিয়ে একটা পর্যায়ে পথ হারিয়ে ফেলেছিল চট্টগ্রামের প্রতিপক্ষ ফরচুন বরিশালও।
যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব আল হাসানের বরিশাল। রানের খেলা টি-টোয়েন্টিতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব মল্লিকের মতো রান না দেখে অবশ্য যে কারও হতাশ হওয়ার কথা। বিপিএলের প্রত্যেক মৌসুমে উইকেট নিয়ে সমালোচনা যে তাঁদের ওপর দিয়েই বয়ে যায়।
তবে এখনই হতাশ হচ্ছেন না মল্লিক। ভালো উইকেটের নির্দেশনা দেওয়া আছে জানিয়ে তিনি বলেছেন, ‘এটা (চট্টগ্রাম-বরিশাল) প্রথম ম্যাচ। আরও ২-৩ দিন গেলে বুঝতে পারব আসলে উইকেট কেমন। আমরা সব সময় ভালো উইকেট চাই, গ্রাউন্স কমিটিকেও এটা সব সময় বলে আসছি। তারাও আপ্রাণ চেষ্টা করছে যেন উইকেটটা ভালো থাকে।’
মিরপুরের উইকেটে ইনিংসে অন্তত ১৬০-১৭০ আশা করার কথা জানান মল্লিক। দিনের আরেক ম্যাচে তাঁর সে আশা অবশ্য পূরণ করেছে মিনিস্টার গ্রুপ ঢাকা। খুলনা টাইগার্সের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৩ রান তুলেছে ঢাকা। সাবলীল ব্যাটিং করেছেন মোহাম্মদ শাহজাদ-তামিম ইকবাল-মাহমুদউল্লাহ রিয়াদরা। মল্লিক বলেছেন, ‘মিরপুরে ২০০ রানও হয়েছে, ২১০-২০ রানও হয়েছে। এই মাঠের পরিসংখ্যান দেখেন পঞ্চাশ শতাংশ ম্যাচগুলোতে কিন্তু ১৬০ রানের মতো হয়েছে। আবার ত্রিশ শতাংশ ম্যাচে লো-স্কোরিং রান হয়েছে। এখন দেখতে হবে, আমাদের খেলোয়াড়েরা কীভাবে উইকেটের সদ্ব্যবহার করে।’
২০২৫ এশিয়া কাপটা ভারতের জন্য ‘বিশেষ’ বলতেই হচ্ছে। এবার তারা নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। তার চেয়েও বড় কথা রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকাদের অবসরের পর টি-টোয়েন্টি সংস্করণে মেজর কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ভারত। কিন্তু এশিয়া কাপে নামার আগেই ঝামেলায় পড়তে যাচ্ছে ভারতীয়...
১ ঘণ্টা আগে১৯ বছরের ব্যবধান তো আর কম কিছু নয়। নোভাক জোকোভিচ গতকাল লার্নার তিয়েনের সঙ্গে খেলেছেন, তখন এই বয়সের পার্থক্যটাই অনেকের চোখে পড়েছে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জোকোভিচ ম্যাচটি জিতেছেন হেসেখেলে। ম্যাচ জয়ের পরও ৩৮ বছর বয়সী টেনিস তারকার একটা ‘আফসোস’ রয়েই গেছে।
২ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে আজ লিভারপুল খেলতে নামবে নিউক্যাসলের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে লিভারপুল-নিউক্যাসল ম্যাচ। ক্রিকেটে ‘দ্য হান্ড্রেড’-এ মুখোমুখি হবে ওভাল ইনভিনসিবলস-লন্ডন স্পিরিট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগেরিয়াল মাদ্রিদে আসার পর থেকেই দুর্দান্ত খেলছেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০১৮ সালে এই ক্লাবে আসার পর থেকে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন তিনি। নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। লস ব্লাঙ্কোসদের হয়ে শিরোপাও জিতছেন নিয়মিত।
৩ ঘণ্টা আগে