Ajker Patrika

বিরিয়ানি খাচ্ছেন আর বাংলা শেখার চেষ্টা করছেন ডু প্লেসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২১: ৪০
বিরিয়ানি খাচ্ছেন আর বাংলা শেখার চেষ্টা করছেন ডু প্লেসি

টেস্ট ক্রিকেটকে বিদায় বলার পর থেকে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের দলেও উপেক্ষিত ফাফ ডু প্লেসি। সাবেক প্রোটিয়া অধিনায়ক সময়টা কাজে লাগাচ্ছেন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিয়মিত মুখ ডু প্লেসি কদিন আগে নিয়েছেন টি-১০ ক্রিকেটের স্বাদ। 

এবারই প্রথম বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএলে) খেলেতে এসে দুটি লক্ষ‍্য স্থির করেছেন ডু প্লেসি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে শিরোপা জেতাতে চান, সঙ্গে হতে চান আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। 

বাংলাদেশে এসে ২২ গজের জন্য প্রস্তুত হওয়ার পাশাপাশি বাঙালি ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন ডু প্লেসি। এজন্য দ্রুত বাংলা শেখার চেষ্টা যেমন করছেন, বাংলা খাবারও খাচ্ছেন। 

আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডু প্লেসি বলেছেন, ‘বাংলা শব্দ এখনো শিখিনি। তবে স্থানীয় খাবার খাওয়ার চেষ্টা করছি। গত রাতে বিরিয়ানি খেয়েছি। বেশ ভালো ছিল। এ ছাড়া পেয়ারা, মরিচ ও লেবু দিয়ে একটা খাবার দিয়েছিল একজন, সেটাও ভালো লেগেছে।’ 

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট সানরাইজার্স। আপাতত সেই ম্যাচ নিয়েই ভাবছেন ৩৭ বছর বয়সী ডু প্লেসি, ‘ফ্র্যাঞ্চাইজিরা সব সময়ই সাফল্য চায়। অবশ্যই আমার অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। ব্যাটার হিসেবে আমার লক্ষ্য টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া।’ 

কুমিল্লাকে শিরোপা জেতানোর ব্যাপারেও আশাবাদী ডু প্লেসি, ‘এজন্যই তো এখানে এসেছি। শুরুতে আমাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। প্রত্যেক দেশ আলাদা, চ্যালেঞ্জও আলাদা থাকে। ঢাকায় বেশির ভাগ সময় ধীর ও নিচু উইকেট থাকে। তবে চট্টগ্রামে ভালো উইকেট হয়। চেষ্টা থাকবে অভিজ্ঞতা কাজে লাগিয়ে সব ধরনের পিচে ভালো খেলা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত