Ajker Patrika

চট্টগ্রামের নেতৃত্ব পেয়ে সিনিয়রদের সহযোগিতা চাইলেন মিরাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১১: ০১
চট্টগ্রামের নেতৃত্ব পেয়ে সিনিয়রদের সহযোগিতা চাইলেন মিরাজ

এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াডে খুব বেশি তারকা ক্রিকেটারের ছড়াছড়ি নেই। তবু দলটির অধিনায়কত্ব নিয়ে ভালোই নাটকীয়তা হয়ে গেল। প্রথমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীর কথা শোনা গেলেও শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজের ওপর ভরসা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

টিম মিটিংয়ের পর গত রাতে অধিনায়কের নাম ঘোষণা করেন আখতার গ্রুপ ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পরিচালক কে এম রিফাতুজ্জামান। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত মিরাজ সিনিয়র ক্রিকেটারদের সহযোগিতা চেয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের এই অফ স্পিনার বলেছেন, ‘আমাদের সবার চ্যালেঞ্জ নিতে হবে। দলে একাধিক সিনিয়র খেলোয়াড় আছেন, যাঁরা অনেক দিন বাংলাদেশের হয়ে খেলেছেন। আমি তাঁদের সহযোগিতা চাইছি। তাহলে অধিনায়ক হিসেবে আমার কাজটা সহজ হবে।’ 

টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানিয়ে মিরাজ আরও যোগ করেন, ‘দলকে ভালো একটা জায়গায় দাঁড় করাতে নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। সমর্থকদের উদ্দেশে বলব, আপনারা আমাদের পাশে থাকুন। সেরাটা দিয়ে আমরা ভালো কিছু করতে চেষ্টা করব।’

চট্টগ্রাম দল নিয়েও এ সময় কথা বলেন মিরাজ। তারুণ্য আর উঠতিদের নিয়ে নিজের আশার কথা জানিয়ে বলেছেন, ‘চট্টগ্রামের হয়ে প্রথম খেলছি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আমাকে যে সম্মান দিয়েছে, নিজের সেরাটা দিয়ে তার প্রতিদান দিতে চেষ্টা করব। অভিজ্ঞদের পাশাপাশি তরুণ ও উঠতি তারকা খেলোয়াড়দের নিয়ে দলটা গড়া হয়েছে; যারা আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত