ছবি সংরক্ষণে আসছে কৃত্রিম ডিএনএ, এক গ্রামে থাকবে ২১ কোটি গিগাবাইট ডেটা
বিশ্বজুড়ে স্মার্টফোন ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বেড়ে চলেছে এর মাধ্যমে ছবি তোলার প্রবণতাও। প্রতিদিন অসংখ্য স্মৃতি ধরা পড়ছে ক্যামেরায়, আর সেসব ছবি সংরক্ষণে ভরসা রাখা হচ্ছে ফোনের মেমোরি বা ক্লাউড প্ল্যাটফর্মের ওপর। তবে ভবিষ্যতে এসব ছবি সংক্ষরণ করা যাবে ডিএনএ–তেই। বিষয়টি শুনতে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো..