আজকের পত্রিকা ডেস্ক
অ্যাকাউন্ট সুরক্ষায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট। আগামী আগস্ট থেকে তাদের মোবাইল অ্যাপ ‘মাইক্রোসফট অথেনটিকেটর’ পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে জুন থেকে নতুন পাসওয়ার্ড যুক্ত করার অপশনও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে অ্যাপটির অটোফিল পাসওয়ার্ড ফিচার বন্ধ করে দেওয়া হবে এবং আগস্ট ২০২৫ থেকে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের সুযোগও থাকবে না। যারা এখনো পাসওয়ার্ড ব্যবহারে আগ্রহী, তারা মাইক্রোসফট এজ ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ৪৯ শতাংশ মানুষ দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন বা একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করেন। এমনকি জন্ম তারিখের মতো সহজ তথ্য পাসওয়ার্ডে রাখেন।
পাসকি কী এবং কেন এটি নিরাপদ
পাসকি হলো এমন একটি আধুনিক নিরাপত্তাব্যবস্থা, যা ফাস্ট আইডেনটিটি অনলাইন (এফআইডিও) অ্যালায়েন্স তৈরি করেছে। এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (যেমন: ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট) বা একটি নির্দিষ্ট পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে।
সিএনইটির ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আতিলা টমাসচেক জানান, ‘পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব হলেও পাসকি ব্যবহারে দুটি কি লাগে—একটি পাবলিক, অন্যটি ডিভাইসে সংরক্ষিত প্রাইভেট কি। ফলে ফিশিং, ব্রুট-ফোর্স কিংবা ক্রেডেনশিয়াল স্টাফিং হামলা থেকে অ্যাকাউন্ট বেশি সুরক্ষিত থাকে।
সবচেয়ে বড় সুবিধা হলো—পাসকি কোনো সার্ভারে সংরক্ষিত থাকে না। এটি শুধু ব্যবহারকারীর ডিভাইসেই থাকে, ফলে হ্যাকিংয়ের ঝুঁকি কমে আসে।
কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসকি সেটআপ করবেন
মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও ‘ওয়ান-টাইম কোড’ একসঙ্গে দেওয়া থাকলে প্রথমে ওয়ান-টাইম কোড দিয়ে লগইন করতে বলা হবে। এই ওয়ান টাইম কোড ফোনে এসএমএসের মাধ্যমে বা অ্যাপে পাঠানো হয়। এর পরই ব্যবহারকারীকে পাসকি সেটআপের জন্য প্রম্পট দেওয়া হবে।
পাসকি সেটআপ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপটি খুলুন।
২. আপনার অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৩. এবার ‘সেটআপ এ পাসকি’ অপশনটি নির্বাচন করুন।
৪. আপনার বর্তমান তথ্য (পাসওয়ার্ড, ওয়ান টাইম কোড) দিয়ে লগইন করুন।
৫. এরপর নতুন পাসকি সেটআপের নির্দেশনা অনুসরণ করুন।
পরবর্তী লগইনে পাসওয়ার্ডের বদলে সরাসরি পাসকি দিয়ে সাইন ইন করা যাবে।
তথ্যসূত্র: সিনেট
অ্যাকাউন্ট সুরক্ষায় বড় পরিবর্তন আনছে মাইক্রোসফট। আগামী আগস্ট থেকে তাদের মোবাইল অ্যাপ ‘মাইক্রোসফট অথেনটিকেটর’ পাসওয়ার্ড সংরক্ষণের সুবিধা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এদিকে জুন থেকে নতুন পাসওয়ার্ড যুক্ত করার অপশনও বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই থেকে অ্যাপটির অটোফিল পাসওয়ার্ড ফিচার বন্ধ করে দেওয়া হবে এবং আগস্ট ২০২৫ থেকে সংরক্ষিত পাসওয়ার্ড ব্যবহারের সুযোগও থাকবে না। যারা এখনো পাসওয়ার্ড ব্যবহারে আগ্রহী, তারা মাইক্রোসফট এজ ব্রাউজারে পাসওয়ার্ড সংরক্ষণ করতে পারবেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখার সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে ৪৯ শতাংশ মানুষ দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন বা একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করেন। এমনকি জন্ম তারিখের মতো সহজ তথ্য পাসওয়ার্ডে রাখেন।
পাসকি কী এবং কেন এটি নিরাপদ
পাসকি হলো এমন একটি আধুনিক নিরাপত্তাব্যবস্থা, যা ফাস্ট আইডেনটিটি অনলাইন (এফআইডিও) অ্যালায়েন্স তৈরি করেছে। এটি ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্য (যেমন: ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট) বা একটি নির্দিষ্ট পিন ব্যবহার করে লগইন নিশ্চিত করে।
সিএনইটির ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ আতিলা টমাসচেক জানান, ‘পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব হলেও পাসকি ব্যবহারে দুটি কি লাগে—একটি পাবলিক, অন্যটি ডিভাইসে সংরক্ষিত প্রাইভেট কি। ফলে ফিশিং, ব্রুট-ফোর্স কিংবা ক্রেডেনশিয়াল স্টাফিং হামলা থেকে অ্যাকাউন্ট বেশি সুরক্ষিত থাকে।
সবচেয়ে বড় সুবিধা হলো—পাসকি কোনো সার্ভারে সংরক্ষিত থাকে না। এটি শুধু ব্যবহারকারীর ডিভাইসেই থাকে, ফলে হ্যাকিংয়ের ঝুঁকি কমে আসে।
কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে পাসকি সেটআপ করবেন
মাইক্রোসফটের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, অ্যাকাউন্টে পাসওয়ার্ড ও ‘ওয়ান-টাইম কোড’ একসঙ্গে দেওয়া থাকলে প্রথমে ওয়ান-টাইম কোড দিয়ে লগইন করতে বলা হবে। এই ওয়ান টাইম কোড ফোনে এসএমএসের মাধ্যমে বা অ্যাপে পাঠানো হয়। এর পরই ব্যবহারকারীকে পাসকি সেটআপের জন্য প্রম্পট দেওয়া হবে।
পাসকি সেটআপ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফোনে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপটি খুলুন।
২. আপনার অ্যাকাউন্টে ট্যাপ করুন।
৩. এবার ‘সেটআপ এ পাসকি’ অপশনটি নির্বাচন করুন।
৪. আপনার বর্তমান তথ্য (পাসওয়ার্ড, ওয়ান টাইম কোড) দিয়ে লগইন করুন।
৫. এরপর নতুন পাসকি সেটআপের নির্দেশনা অনুসরণ করুন।
পরবর্তী লগইনে পাসওয়ার্ডের বদলে সরাসরি পাসকি দিয়ে সাইন ইন করা যাবে।
তথ্যসূত্র: সিনেট
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
৮ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
৯ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১১ ঘণ্টা আগে