আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বখ্যাত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের পণ্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চিপ ব্যবহার শুরু করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটস (জিপিইউ) ব্যবহারে শীর্ষস্থানীয় ক্রেতাদের মধ্যে অন্যতম ওপেনএআই। এআই মডেল প্রশিক্ষণ এবং ইনফারেন্স কম্পিউটিং—এই উভয় কাজের জন্য এসব জিপিইউ ব্যবহার করে ওপেনএআই। তবে নতুন এই পদক্ষেপে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এনভিডিয়ার বাইরের চিপস ব্যবহার শুরু করল।
উল্লেখ্য, ইনফারেন্স কম্পিউটিং হলো—যেখানে একটি প্রশিক্ষিত এআই নতুন তথ্যের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী বা সিদ্ধান্ত নেয়।
চলতি মাসের শুরুর দিকে রয়টার্স জানিয়েছিল, ওপেনএআই বর্তমানে তাদের ক্রমবর্ধমান কম্পিউটিং চাহিদা মেটাতে গুগল ক্লাউড সেবা গ্রহণের পরিকল্পনা করছে। এই সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দুই বড় প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি চমকপ্রদ সংযোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া, গুগলের জন্য এই চুক্তি একটি বড় ধরনের সাফল্য। কারণ, তাদের নিজস্ব টেনসর প্রসেসিং ইউনিটস (টিপিইউ) এত দিন কেবল অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকলেও এখন তা বাইরের গ্রাহকদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। এর ফলে গুগল ইতিমধ্যে অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ওপেনএআইয়ের সাবেক গবেষকদের তৈরি স্টার্টআপ অ্যানথ্রপিক এবং সেফ সুপারইনটেলিজেন্সের মতো নতুন সংস্থার আস্থা অর্জন করেছে।
তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের বরাতে জানা গেছে, গুগল এখনো তাদের সবচেয়ে শক্তিশালী টিপিইউ ওপেনএআইয়ের কাছে ভাড়া দিচ্ছে না। গুগল ক্লাউডের এক কর্মচারীর উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে প্রকাশনাটি।
এই পদক্ষেপে মাইক্রোসফটের ডেটা সেন্টারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে ওপেনএআইয়ের একটি কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার মাধ্যমে তারা তুলনামূলকভাবে কম খরচে ইনফারেন্স পরিচালনা করতে চায়। গুগল ক্লাউড থেকে টিপিইউ ভাড়া নিয়ে ওপেনএআই তাদের ব্যয় হ্রাসের চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
এদিকে গুগল এবং ওপেনএআই—দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
তবে ওপেনএআইকে গ্রাহক হিসেবে যুক্ত করতে পারা গুগলের জন্য তাৎপর্যপূর্ণ একটি অর্জন, যা দেখায় প্রতিষ্ঠানটি কীভাবে তাদের নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর নির্ভর করে ক্লাউড ব্যবসায় সম্প্রসারণ ঘটাচ্ছে।
বিশ্বখ্যাত চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই তাদের পণ্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চিপ ব্যবহার শুরু করেছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
এনভিডিয়ার গ্রাফিকস প্রসেসিং ইউনিটস (জিপিইউ) ব্যবহারে শীর্ষস্থানীয় ক্রেতাদের মধ্যে অন্যতম ওপেনএআই। এআই মডেল প্রশিক্ষণ এবং ইনফারেন্স কম্পিউটিং—এই উভয় কাজের জন্য এসব জিপিইউ ব্যবহার করে ওপেনএআই। তবে নতুন এই পদক্ষেপে প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো এনভিডিয়ার বাইরের চিপস ব্যবহার শুরু করল।
উল্লেখ্য, ইনফারেন্স কম্পিউটিং হলো—যেখানে একটি প্রশিক্ষিত এআই নতুন তথ্যের ভিত্তিতে ভবিষ্যদ্বাণী বা সিদ্ধান্ত নেয়।
চলতি মাসের শুরুর দিকে রয়টার্স জানিয়েছিল, ওপেনএআই বর্তমানে তাদের ক্রমবর্ধমান কম্পিউটিং চাহিদা মেটাতে গুগল ক্লাউড সেবা গ্রহণের পরিকল্পনা করছে। এই সহযোগিতা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির দুই বড় প্রতিদ্বন্দ্বীর মধ্যে একটি চমকপ্রদ সংযোগ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এ ছাড়া, গুগলের জন্য এই চুক্তি একটি বড় ধরনের সাফল্য। কারণ, তাদের নিজস্ব টেনসর প্রসেসিং ইউনিটস (টিপিইউ) এত দিন কেবল অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সংরক্ষিত থাকলেও এখন তা বাইরের গ্রাহকদের জন্যও উন্মুক্ত করা হয়েছে। এর ফলে গুগল ইতিমধ্যে অ্যাপলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং ওপেনএআইয়ের সাবেক গবেষকদের তৈরি স্টার্টআপ অ্যানথ্রপিক এবং সেফ সুপারইনটেলিজেন্সের মতো নতুন সংস্থার আস্থা অর্জন করেছে।
তবে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের বরাতে জানা গেছে, গুগল এখনো তাদের সবচেয়ে শক্তিশালী টিপিইউ ওপেনএআইয়ের কাছে ভাড়া দিচ্ছে না। গুগল ক্লাউডের এক কর্মচারীর উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে প্রকাশনাটি।
এই পদক্ষেপে মাইক্রোসফটের ডেটা সেন্টারের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে ওপেনএআইয়ের একটি কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার মাধ্যমে তারা তুলনামূলকভাবে কম খরচে ইনফারেন্স পরিচালনা করতে চায়। গুগল ক্লাউড থেকে টিপিইউ ভাড়া নিয়ে ওপেনএআই তাদের ব্যয় হ্রাসের চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
এদিকে গুগল এবং ওপেনএআই—দুই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
তবে ওপেনএআইকে গ্রাহক হিসেবে যুক্ত করতে পারা গুগলের জন্য তাৎপর্যপূর্ণ একটি অর্জন, যা দেখায় প্রতিষ্ঠানটি কীভাবে তাদের নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যারের ওপর নির্ভর করে ক্লাউড ব্যবসায় সম্প্রসারণ ঘটাচ্ছে।
দর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
২০ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
২১ ঘণ্টা আগে