আজকের পত্রিকা ডেস্ক
বিলিয়ন ইউরো জরিমানা এড়াতে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়া নজরদারির মুখে অবশেষে ইউরোপের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল অ্যাপল। ইইউভুক্ত ২৭টি দেশের বাসিন্দারা এখন থেকে অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোর ছাড়াও অন্য মার্কেটপ্লেস বা সরাসরি ডেভেলপারের ওয়েবসাইট থেকে আইফোনে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
মাত্র কয়েক ঘণ্টা হাতে রেখে নির্ধারিত সময়সীমার আগেই অ্যাপল ঘোষণা দিয়েছে, চলতি বছরের শেষ দিকে আইওএস ১৮.৬ ও আইপ্যাড ১৮.৬ আপডেটের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর হবে। নতুন নিয়মে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ব্রাউজার ইঞ্জিন সেট করতে পারবেন এবং চেকআউটের সময় থার্ড পার্টি ওয়ালেট ব্যবহারের সুযোগও পাবেন।
এই পরিবর্তনে অ্যাপ ডাউনলোডের ‘বাটন’ এখন কেবল অ্যাপল স্টোরেই সীমাবদ্ধ থাকবে না। নতুন সেটিং চালু করলে ব্যবহারকারীকে একবারের জন্য একটি অনুমতিপত্র দেখানো হবে, যেখানে জানানো হবে আপনি অ্যাপলের মার্কেটপ্লেসের বাইরে যাচ্ছেন। এরপর, অ্যাপটি দ্রুত একটি ‘নোটারাইজেশন স্ক্যান’-এর মাধ্যমে যাচাই করা হবে, যাতে ম্যালওয়্যার ঠেকানো যায়।
তবে, এই ‘অফ-স্টোর ডাউনলোড’ সুবিধা শুধু ইইউর ভেতরে কার্যকর হবে। কেউ যদি ইইউর বাইরে ৩০ দিনের বেশি সময় থাকেন, তবে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অ্যাপ ডেভেলপাররা নতুন এই নিয়মে অধিক স্বাধীনতা পেলেও এর সঙ্গে রয়েছে একটি খরচের বিষয়। নতুন ‘স্টোর সার্ভিস ফি’ নামের দুই স্তরের একটি মূল্য নির্ধারণ করা হয়েছে। টিয়ার ১-এ, ডেভেলপারদের বাইরের বিক্রয়ের ওপর ৫ শতাংশ হারে ফি দিতে হবে। এর বিনিময়ে অ্যাপ রিভিউ, বেসিক সাপোর্টসহ মৌলিক কিছু সেবা দেওয়া হবে। অন্যদিকে, টিয়ার ২-এ ১৩ শতাংশ ফি দিয়ে পাওয়া যাবে সম্পূর্ণ সেবা প্যাকেজ। এতে স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট, অ্যাপ স্টোরে প্রচারণা এবং অন্যান্য উন্নত সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া, অ্যাপলের নতুন নিয়ম অনুযায়ী, নিজস্ব পেমেন্ট সিস্টেমের বাইরে কোনো কেনাকাটায়, ৫ শতাংশ হারে ‘কোর টেকনোলজি কমিশন; প্রযোজ্য হবে। এই ফি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হবে এবং এর ফলে পুরোনো প্রতিটি ডাউনলোড চার্জ দশমিক ৫ ইউরো বাতিল হয়ে যাবে।
অ্যাপল জানায়, নতুন এই হিসাব অনুযায়ী ৯৯ শতাংশের বেশি ডেভেলপার ‘আগের চেয়ে কম বা সমান’ ফি দেবেন।
চলতি বছরের এপ্রিল মাসে ইউরোপীয় কমিশন অ্যাপলকে ৫০ কোটি ইউরো (প্রায় ৫৮৫ মিলিয়ন ডলার) জরিমানা করে। অভিযোগ ছিল, অ্যাপল ব্যবহারকারীদের বিকল্প পেমেন্ট অপশনে যেতে বাধা দিচ্ছিল। কমিশন জানায়, অ্যাপল নিয়ম না মানলে প্রতিদিন বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত জরিমানা হতে পারে।
এ বিষয়ে অ্যাপলের দাবি, ইইউ ‘নিয়মের মানদণ্ড বদলাচ্ছে’ এবং প্রতিষ্ঠানটি নতুন নিয়ম মানতে ‘লাখ লাখ ঘণ্টা’ কাজ করেছে।
তবে, অ্যাপলকে নিয়ে সন্তুষ্ট নন সবাই। জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের সিইও টিম সুইনি বলেন, ৫ শতাংশ কমিশন নেওয়ার বিষয়টি ‘ন্যায্য প্রতিযোগিতাকে উপহাস করছে।’
নতুন নিয়ম কার্যকর হলেও, যদি ইইউ মনে করে অ্যাপল এখনো যথেষ্ট পরিবর্তন আনেনি, তাহলে প্রতিষ্ঠানটিকে আরও বড় জরিমানা বা অ্যাপ স্টোর ব্যবসা আলাদা করে দিতে বাধ্য করা হতে পারে।
তথ্যসূত্র: সিনেট
বিলিয়ন ইউরো জরিমানা এড়াতে এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কড়া নজরদারির মুখে অবশেষে ইউরোপের ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনল অ্যাপল। ইইউভুক্ত ২৭টি দেশের বাসিন্দারা এখন থেকে অ্যাপলের নিজস্ব অ্যাপ স্টোর ছাড়াও অন্য মার্কেটপ্লেস বা সরাসরি ডেভেলপারের ওয়েবসাইট থেকে আইফোনে অ্যাপ ডাউনলোড করতে পারবেন।
মাত্র কয়েক ঘণ্টা হাতে রেখে নির্ধারিত সময়সীমার আগেই অ্যাপল ঘোষণা দিয়েছে, চলতি বছরের শেষ দিকে আইওএস ১৮.৬ ও আইপ্যাড ১৮.৬ আপডেটের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর হবে। নতুন নিয়মে ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ব্রাউজার ইঞ্জিন সেট করতে পারবেন এবং চেকআউটের সময় থার্ড পার্টি ওয়ালেট ব্যবহারের সুযোগও পাবেন।
এই পরিবর্তনে অ্যাপ ডাউনলোডের ‘বাটন’ এখন কেবল অ্যাপল স্টোরেই সীমাবদ্ধ থাকবে না। নতুন সেটিং চালু করলে ব্যবহারকারীকে একবারের জন্য একটি অনুমতিপত্র দেখানো হবে, যেখানে জানানো হবে আপনি অ্যাপলের মার্কেটপ্লেসের বাইরে যাচ্ছেন। এরপর, অ্যাপটি দ্রুত একটি ‘নোটারাইজেশন স্ক্যান’-এর মাধ্যমে যাচাই করা হবে, যাতে ম্যালওয়্যার ঠেকানো যায়।
তবে, এই ‘অফ-স্টোর ডাউনলোড’ সুবিধা শুধু ইইউর ভেতরে কার্যকর হবে। কেউ যদি ইইউর বাইরে ৩০ দিনের বেশি সময় থাকেন, তবে এই সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
অ্যাপ ডেভেলপাররা নতুন এই নিয়মে অধিক স্বাধীনতা পেলেও এর সঙ্গে রয়েছে একটি খরচের বিষয়। নতুন ‘স্টোর সার্ভিস ফি’ নামের দুই স্তরের একটি মূল্য নির্ধারণ করা হয়েছে। টিয়ার ১-এ, ডেভেলপারদের বাইরের বিক্রয়ের ওপর ৫ শতাংশ হারে ফি দিতে হবে। এর বিনিময়ে অ্যাপ রিভিউ, বেসিক সাপোর্টসহ মৌলিক কিছু সেবা দেওয়া হবে। অন্যদিকে, টিয়ার ২-এ ১৩ শতাংশ ফি দিয়ে পাওয়া যাবে সম্পূর্ণ সেবা প্যাকেজ। এতে স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট, অ্যাপ স্টোরে প্রচারণা এবং অন্যান্য উন্নত সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া, অ্যাপলের নতুন নিয়ম অনুযায়ী, নিজস্ব পেমেন্ট সিস্টেমের বাইরে কোনো কেনাকাটায়, ৫ শতাংশ হারে ‘কোর টেকনোলজি কমিশন; প্রযোজ্য হবে। এই ফি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে চালু হবে এবং এর ফলে পুরোনো প্রতিটি ডাউনলোড চার্জ দশমিক ৫ ইউরো বাতিল হয়ে যাবে।
অ্যাপল জানায়, নতুন এই হিসাব অনুযায়ী ৯৯ শতাংশের বেশি ডেভেলপার ‘আগের চেয়ে কম বা সমান’ ফি দেবেন।
চলতি বছরের এপ্রিল মাসে ইউরোপীয় কমিশন অ্যাপলকে ৫০ কোটি ইউরো (প্রায় ৫৮৫ মিলিয়ন ডলার) জরিমানা করে। অভিযোগ ছিল, অ্যাপল ব্যবহারকারীদের বিকল্প পেমেন্ট অপশনে যেতে বাধা দিচ্ছিল। কমিশন জানায়, অ্যাপল নিয়ম না মানলে প্রতিদিন বৈশ্বিক আয়ের ৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত জরিমানা হতে পারে।
এ বিষয়ে অ্যাপলের দাবি, ইইউ ‘নিয়মের মানদণ্ড বদলাচ্ছে’ এবং প্রতিষ্ঠানটি নতুন নিয়ম মানতে ‘লাখ লাখ ঘণ্টা’ কাজ করেছে।
তবে, অ্যাপলকে নিয়ে সন্তুষ্ট নন সবাই। জনপ্রিয় গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের সিইও টিম সুইনি বলেন, ৫ শতাংশ কমিশন নেওয়ার বিষয়টি ‘ন্যায্য প্রতিযোগিতাকে উপহাস করছে।’
নতুন নিয়ম কার্যকর হলেও, যদি ইইউ মনে করে অ্যাপল এখনো যথেষ্ট পরিবর্তন আনেনি, তাহলে প্রতিষ্ঠানটিকে আরও বড় জরিমানা বা অ্যাপ স্টোর ব্যবসা আলাদা করে দিতে বাধ্য করা হতে পারে।
তথ্যসূত্র: সিনেট
আয় করার মাধ্যম হিসেবে টিকটকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন অনেকেই। বড় তারকা না হলেও টিকটকে আয় করা যায়। একটু বুদ্ধি খাটিয়ে ও সঠিক পরিকল্পনা থাকলে সাধারণ কনটেন্ট ক্রিয়েটরও প্রতি মাসে হাজার হাজার টাকা আয় করতে পারেন—তাও কোনো পণ্য বানানো বা বিক্রি না করেই!
১৯ মিনিট আগেফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১৬ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৭ ঘণ্টা আগে