আজকের পত্রিকা ডেস্ক
ইনস্টাগ্রাম ব্রাউজ করতে গিয়ে অনেক সময়ই আমাদের নজরে আসে মজার, শিক্ষামূলক বা অনুপ্রেরণাদায়ক কিছু রিলস। এসব রিলস আমরা পরে দেখার জন্য সেভ করে রাখি। ব্যবহারকারীদের সুবিধার্থে সেভড রিলসগুলো আলাদা ফোল্ডারে সুন্দরভাবে গুছিয়ে রাখে ইনস্টাগ্রাম। তবে কিছুদিন পর সেই ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধায় পড়েন অনেকেই।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এ ছাড়া সেভ করা রিলসগুলো চাইলে আনসেভও করা যায়।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুঁজে পাবেন যেভাবে—
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান দিকের নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি ওপর ট্যাপ করুন। এর ফলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল চালু হবে।
৩. এখন ডান দিকের ওপরের দিকে থাকা ‘তিনটি আনুভূমিক লাইনে’ ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেভড’ আইকোনে ট্যাপ করুন।
৫. এরপর ‘অল পোস্টস’ ফোল্ডারে ট্যাপ করুন। এই ফোল্ডারে সেভ করা ইনস্টাগ্রামের সব পোস্ট দেখা যাবে।
৬. শুধু রিলসগুলো খুঁজে পাওয়ার জন্য ওপরের ডান দিকে থাকা ‘রিলস’ আইকোনে ট্যাপ করুন।
৭. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে সেভ করা সব রিলস দেখা যাবে। স্ক্রল করে পছন্দের যেকোনো রিলসের ওপর ট্যাপ করে সেটি পুনরায় দেখতে পারবেন বা চাইলে তা স্টোরিতে শেয়ার করতে পারবেন।
এই রিলস আবার কালেকশন বা বিষয়ভিত্তিক আকারে সেভও করে রাখতে পারবেন। এ জন্য এই পেজের ডান দিকের ওপরের দিকে থাকা তিন ডটে ট্যাপ করুন। এবার ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এবার কিছু রিলসের ওপর ট্যাপ করলেই তা নির্বাচিত হবে। এরপর নিচের দিকে থাকা ‘অ্যাড টু কালেকশন’ বাটনে ট্যাপ করুন। এবার পছন্দের কালেকশনে যুক্ত করুন।
কোনো রিলস অপ্রয়োজনীয় মনে হলেও একইভাবে ‘আনসেভ’ও করা যাবে। এ জন্য ওপরের পদ্ধতি অনুসরণ করতে হবে এবং ‘কালেকশন’ বাটনের জায়গায় শুধু আনসেভ বাটনে ট্যাপ করতে হবে।
ইনস্টাগ্রাম ব্রাউজ করতে গিয়ে অনেক সময়ই আমাদের নজরে আসে মজার, শিক্ষামূলক বা অনুপ্রেরণাদায়ক কিছু রিলস। এসব রিলস আমরা পরে দেখার জন্য সেভ করে রাখি। ব্যবহারকারীদের সুবিধার্থে সেভড রিলসগুলো আলাদা ফোল্ডারে সুন্দরভাবে গুছিয়ে রাখে ইনস্টাগ্রাম। তবে কিছুদিন পর সেই ভিডিওগুলো খুঁজে পেতে অসুবিধায় পড়েন অনেকেই।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুব সহজেই খুঁজে পাওয়া যায়। এ ছাড়া সেভ করা রিলসগুলো চাইলে আনসেভও করা যায়।
ইনস্টাগ্রামে সেভ করা রিলস খুঁজে পাবেন যেভাবে—
১. স্মার্টফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।
২. ডান দিকের নিচের দিকে থাকা নিজের প্রোফাইল ছবি ওপর ট্যাপ করুন। এর ফলে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল চালু হবে।
৩. এখন ডান দিকের ওপরের দিকে থাকা ‘তিনটি আনুভূমিক লাইনে’ ট্যাপ করুন। এর ফলে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘সেভড’ আইকোনে ট্যাপ করুন।
৫. এরপর ‘অল পোস্টস’ ফোল্ডারে ট্যাপ করুন। এই ফোল্ডারে সেভ করা ইনস্টাগ্রামের সব পোস্ট দেখা যাবে।
৬. শুধু রিলসগুলো খুঁজে পাওয়ার জন্য ওপরের ডান দিকে থাকা ‘রিলস’ আইকোনে ট্যাপ করুন।
৭. এখন নতুন একটি পেজ চালু হবে। এই পেজে সেভ করা সব রিলস দেখা যাবে। স্ক্রল করে পছন্দের যেকোনো রিলসের ওপর ট্যাপ করে সেটি পুনরায় দেখতে পারবেন বা চাইলে তা স্টোরিতে শেয়ার করতে পারবেন।
এই রিলস আবার কালেকশন বা বিষয়ভিত্তিক আকারে সেভও করে রাখতে পারবেন। এ জন্য এই পেজের ডান দিকের ওপরের দিকে থাকা তিন ডটে ট্যাপ করুন। এবার ‘সিলেক্ট’ বাটনে ট্যাপ করুন। এবার কিছু রিলসের ওপর ট্যাপ করলেই তা নির্বাচিত হবে। এরপর নিচের দিকে থাকা ‘অ্যাড টু কালেকশন’ বাটনে ট্যাপ করুন। এবার পছন্দের কালেকশনে যুক্ত করুন।
কোনো রিলস অপ্রয়োজনীয় মনে হলেও একইভাবে ‘আনসেভ’ও করা যাবে। এ জন্য ওপরের পদ্ধতি অনুসরণ করতে হবে এবং ‘কালেকশন’ বাটনের জায়গায় শুধু আনসেভ বাটনে ট্যাপ করতে হবে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে