তরুণদের তথ্য অধিকার আইনবিষয়ক প্রচার
‘এসেছে দেশে নতুন নীতি, তথ্য দিতে নেই ভীতি’, ‘চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন’, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের, তাই আসুন তথ্য অধিকার আইন সম্পর্কে জানি, তথ্য অধিকার নিশ্চিত করি’। এমন নানা স্লোগানে বাগেরহাটে দিনব্যাপী তথ্য অধিকার আইনবিষয়ক সচেতনতামূলক প্রচার করেছে দুই শতাধিক তরুণ।