Ajker Patrika

তরুণদের তথ্য অধিকার আইনবিষয়ক প্রচার

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৩৩
তরুণদের তথ্য অধিকার আইনবিষয়ক প্রচার

‘এসেছে দেশে নতুন নীতি, তথ্য দিতে নেই ভীতি’, ‘চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন’, ‘তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের, তাই আসুন তথ্য অধিকার আইন সম্পর্কে জানি, তথ্য অধিকার নিশ্চিত করি’। এমন নানা স্লোগানে বাগেরহাটে দিনব্যাপী তথ্য অধিকার আইনবিষয়ক সচেতনতামূলক প্রচার করেছে দুই শতাধিক তরুণ।

বাঁধন মানব উন্নয়ন সংস্থার আয়োজনে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বাগেরহাট সদর উপজেলা ও ফকিরহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তথ্য কুটির এবং ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে দিনব্যাপী এই প্রচার চালানো হয়। এদিন সহস্রাধিক মানুষকে তথ্য অধিকার আইন-২০০৯-এর ‘ক’ ফরম পূরণ করেন।

পাশাপাশি ভ্রাম্যমাণ প্রচারণা দলের মাধ্যমে পাঁচ হাজার মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানানো হয়।

বাগেরহাট সদর উপজেলা চত্বর থেকে গতকাল সকালে এই প্রচারের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ সময় কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিতুর রহমান পল্টন, বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, বাঁধনের (এফোরআই) প্রকল্প সমন্বয়কারী খন্দকার মুশফিকুল ইসলাম, অ্যাকশন এইডের ইন্সপাইরেটর ওবায়দুল্লাহ আল ইমনসহ তরুণ স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, কোনো প্রতিষ্ঠান কী ধরনের সেবা দেয় তা জানা জনগণের অধিকার। জনগণ এগুলো যত বেশি জানবে আমাদের প্রশাসন ও শাসনব্যবস্থায় তত বেশি স্বচ্ছতা নিশ্চিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত