Ajker Patrika

কেন্দ্রে ভোটারদের হয়রানি

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ৪৫
কেন্দ্রে ভোটারদের হয়রানি

অভিযোগ পাল্টা অভিযোগ, হুমকি ও প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা ও আটকের মতো ঘটনার মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার খাউলিয়া ও রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদের ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটায় ভোট শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। নির্বাচনে দুই ইউপিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ভোটারদের সরব উপস্থিতি থাকলেও দুটি ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীদের নানা রকম অভিযোগ ছিল। অভিযোগ ছিল ভোটার ও কর্মী সমর্থকদেরও। তবে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় খুশি স্থানীয়রা।

রামপালের রাজনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে বেলা সাড়ে ১১টার দিকে শেখ মিজানুর রহমান (৬০) ও তাঁর ছেলে তরিকুল ইসলাম (৩০) ভোটারদের প্রভাবিত করলে বাধা দেয় পুলিশ। বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে অসদাচরণ করায় পুলিশ তাঁদের আটক করে।

রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের এস এম বদরুল হুদা হিরু বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের হুমকি দিয়েছে ক্ষমতাসীন দলীয় প্রার্থীর লোকেরা। নৌকার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য প্রতিটি কেন্দ্রে অন্তত শতাধিক বহিরাগত নেতা-কর্মী দায়িত্ব পালন করেছেন।

রাজনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন বলেন, ‘আমার ছেলে বাসায় গিয়ে বলেছে, কেন্দ্রে ঢুকলে জোর করে সামনাসামনি ভোট দিতে বলে। তাই রাগ করে ভোট না দিয়ে সে চলে এসেছে। আমরাও নৌকার লোক। তা প্রকাশ্যে ভোট দিতে হবে কেন?’

এদিকে মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ভোটেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থক মোরেলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সদস্য মিলন শেখ নির্বাচনী সংবাদ সংগ্রহে যাওয়া সংবাদকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর বাগেরহাট জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, বহিরাগত ইউপি সদস্য মিলন শেখ ৮ নম্বর ওয়ার্ডের মধ্য বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তখন মিলন শেখ তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন।

খাউলিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের আব্দুল হাই খান বলেন, সকাল থেকেই ভোট কেন্দ্রের পাশে নৌকা প্রতীকের বহিরাগত ক্যাডার বাহিনী তাণ্ডব চালিয়েছে। তাঁদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি। এ ছাড়া ভোট দিয়ে যাওয়ার পথে কয়েকজনকে মারধরও করেছে তারা। অনেক ভোটারকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্যও করেছে।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ বলেন, দুটি ইউনিয়নেই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নির্বাচনে রামপালের রাজনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের সুলতানা পারভীন ৫ হাজার ৪০৯ পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম বদরুল হুদা হিরু পেয়েছেন ১ হাজার ৯২০ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া এ ফলাফল নিশ্চিত করেছেন।

এদিকে মোরেলগঞ্জের খাউলিয়ায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মাস্টার সাইদুর রহমান ৯ হাজার ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ আব্দুল হাই খান ৩ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত