Ajker Patrika

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

বাগেরহাট ও গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৩১
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাট ও গোপালগঞ্জে সপ্তাহব্যাপী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুই জেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে আলোচনা সভা, শোভাযাত্রা ও প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়।

গোপালগঞ্জে গতকাল সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে গোপালগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্বরে আলোচনা সভা করা হয়।

এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে বাগেরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে সপ্তাহব্যাপী এই কর্মসূচি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপপরিচালক দেব প্রসাদ পাল।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার, সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ফায়ার সার্ভিসের উদ্যোগে একটি যান্ত্রিক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা থেকে আগুন নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। এ ছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা ও মোংলা ইপিজেড ফায়ার স্টেশনের পক্ষ থেকে শোভাযাত্রা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানে সচেতনতামূলক কার্যক্রম, মহড়া পরিচালনা ও শিল্পপ্রতিষ্ঠান-কলকারখানা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত