Ajker Patrika

রামপালে আটক ২

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ০৪
রামপালে আটক ২

বাগেরহাটের রামপালের রাজনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার ও দায়িত্বরত পুলিশের সঙ্গে অসদাচরণ করায় দুজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ভোট কেন্দ্র থেকে আটক করা হয় তাঁদের।

আটকৃতরা হলেন, শেখ মিজানুর রহমান (৬০) ও তাঁর ছেলে তরিকুল ইসলাম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন মিজানুর ও তরিকুল। এতে বাধা দেয় পুলিশ। বাঁধা দেওয়ায় পুলিশের সঙ্গে অসদাচরণ করেন তাঁরা। পরে পুলিশ তাঁদের আটক করে। এ ছাড়া ভোট কেন্দ্র থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস. এম বদরুল হুদা হিরুর এজেন্টদের বের করে দেওয়া, দেখিয়ে ভোট নেওয়া ও দেখিয়ে ভোট না দেওয়ায় ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার মতো নানা ঘটনার মধ্য দিয়ে রাজনগর ইউপির ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে বড় ধরনের কোনো অঘটনের খবর পাওয়া যায়নি।

ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সারাক্ষণ মাঠে ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবীর হোসেন, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতিও ছিল বেশ ভালো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত