Ajker Patrika

মূলঘরে শান্তিপূর্ণ প্রচার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৭: ৩৫
মূলঘরে শান্তিপূর্ণ প্রচার

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রচার প্রচারণায় তত জমজমাট হয়ে উঠছে। প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকায় নির্বাচন নিয়ে বাড়তি আগ্রহ রয়েছে সবার মধ্যে। তবে সব ধরনের সহিংসতা এড়িয়ে সবাই প্রচার চালাচ্ছেন।

গতকাল বৃহস্পতিবার মূলঘর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থী, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের সমর্থকদের পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান আছে বলে দাবি করেছেন এখানকার প্রার্থীরা।

মূলঘর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালা প্রতীকে সদস্য প্রার্থী মো. কুদ্দুস সরদার বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই আমরা এক গ্রামের বাসিন্দা। নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বী হলেও দিন শেষে আমরা ভাই ভাই।’

৭ নম্বর ওয়ার্ডের মোরগ প্রতীকের সদস্য প্রার্থী বিকাশ পাত্র বলেন, ‘নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সকলে যে যার মতো ভোট চাইছি। পথে দেখা হলে কুশল বিনিময় করছি। ভোটারেরা আগ্রহ নিয়ে আমাদের কথা শুনছেন। জনগণ যাকে রায় দেবে আমরা তাঁকে মেনে নেব।’

মূলঘর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হিটলার গোলদার বলেন, পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন। যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা জনগণ স্বাধীনভাবে মূল্যায়ন করে তাঁকে আবার নির্বাচিত করবেন বলে আশা তাঁর। এবার নির্বাচিত হলে বিগত দিনের ধারাবাহিকতা বজায় রাখবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ বলেন, আগামী ১১ নভেম্বর মূলঘর ইউপি নির্বাচনের ভোট। এ পর্যন্ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কোনো অভিযোগ পাননি তাঁরা। এ ইউনিয়নে ১২ হাজার ৬৬৩ জন ভোটার। বিভিন্ন পদে মোট ৩৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। যার মধ্যে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত নারী নয়জন এবং সাধারণ পুরুষ আসনে ২৮ জন প্রার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত