Ajker Patrika

ফকিরহাটে কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬: ৪৭
ফকিরহাটে কলেজশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে অধ্যাপক কঙ্কণ দেবনাথ তপন (৫৪) নামে এক কলেজশিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় ফ্যানের হুকের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে।

উপজেলার শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের ওই শিক্ষকের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি সরকারি পি সি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

মৃতের পরিবারের দাবি, কঙ্কণ দেবনাথ গত সোমবার রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে সে কী কারণে আত্মহত্যা করেছেন পুলিশ বা পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করতে পারেনি। তাঁর মৃত্যুতে সহকর্মীসহ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত কঙ্কণ দেবনাথ শুভদিয়ার ঘনশ্যামপুর গ্রামের নির্মল দেবনাথের একমাত্র ছেলে। তিনি দুই স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নিঃসন্তান ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ ও ফকিরহাট থানার সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ছয়রুদ্দিন ও থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত