Ajker Patrika

দশ বছরেও টাকা পাননি সাফায়েত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৮: ০৩
দশ বছরেও টাকা পাননি সাফায়েত

বাগেরহাটের চিতলমারীতে দীর্ঘ দশ বছর ধরে সবজি বিক্রির পাওনা টাকা ফেরত পাননি মো. সাফায়েত নামের এক সবজি ব্যবসায়ী। সাফায়েতের দাবি, এ নিয়ে এলাকায় বারবার সালিস হলেও কোনো সমাধান পাননি। উপায় না পেয়ে টাকা ফেরত পেতে গতকাল বুধবার তিনি বাগেরহাট পুলিশ সুপারের (এসপি) কাছে মো. জাহিদ শেখ ও মো. মাসুম শেখ নামের দুই যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করছেন।

অভিযোগ পত্র থেকে জানা গেছে, ২০১১ সালের ১৫ সেপ্টেম্বর সাফায়াতের কাছ থেকে উপজেলার আমবাড়ি গ্রামের মো. জাহিদ শেখ ও বাবুগঞ্জ বাজার এলাকার মো. মাসুম শেখ চালানের (চালান নম্বর-১৮৫) মাধ্যমে ৯৫ হাজার টাকার সবজি কেনেন। ব্যাংক থেকে টাকা তুলে টাকা দেবেন বলে ট্রাকে সবজি নিয়ে মাসুম ঢাকায় চলে যান। কিন্তু ওই দিন গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও কোনো টাকা পাননি সাফায়েত। সেই থেকে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের শরনাপন্ন হন সাফায়েত। কিন্তু আজ পর্যন্ত তিনি একটা টাকাও পাননি।

গতকাল দুপুরে মো. সাফায়েত সাংবাদিকদের বলেন, ‘অনেক কষ্টের টাকা আমার। টাকা ফিরে পেতে বহু মানুষের কাছে গিয়েছি। কোনো সমাধান পাইনি। সালিস বিচারের নামে আমার সঙ্গে বারবার প্রহসন করা হয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত মো. জাহিদ শেখ বলেন, ‘মাসুম ও আরেক ব্যাপারী আমার নামে চালান কেটে সাফায়েতের কাছ থেকে মাল কেনেন। বিষয়টি নিয়ে অনেকবার সালিস হয়েছে। আমার অংশের টাকা দিয়ে দিয়েছি।’

আরেক অভিযুক্ত মো. মাসুম শেখ বলেন, ‘সাফায়েতের সঙ্গে আমার কোনো লেনদেন নাই। তিনি অযথা আমাকে হয়রানি করছেন।’

চিতলমারী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জমারত আলী বলেন, ‘পুলিশ সুপারের কার্যালয়ের একটি কাগজ পেয়েছি। দুই একদিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন পুলিশ সুপারের কার্যালয়ের পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত