সাক্ষাৎকার /১০-১২ বছর খেলেও সিনিয়র হতে পারিনি
সাকিব-তামিমদের পরে যাঁরা বড় স্বপ্ন দেখিয়েছিলেন, দেশের ক্রিকেটকে আরেকটি ধাপে নিয়ে যাওয়ার; সৌম্য সরকার তাঁদের একজন। কিন্তু সৌম্যর ক্যারিয়ার হলো উত্থান-পতনে ভরা। কাল বিসিবির একাডেমি ভবনে ৩২ বছর বয়সী ব্যাটার নিজের ক্যারিয়ারটা যেমন ফিরে দেখলেন, পাঁচ সিনিয়র ক্রিকেটারের প্রগাঢ়...