নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবাল গতকাল ভর্তি হয়েছেন হাসপাতালে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ ছাপিয়ে আলোচনা এখন তামিমের সুস্থতা নিয়ে। বাংলাদেশের তারকা ক্রিকেটারের জন্য আজ ডিপিএলে ম্যাচ শুরুর আগে বিশেষ দোয়া পড়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হয়েছে ডিপিএলের তিন ম্যাচ। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ কর্মকর্তা সবাই তামিমের সুস্থতার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি ক্রিকেটারের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেটবিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন:
ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবাল গতকাল ভর্তি হয়েছেন হাসপাতালে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ম্যাচ ছাপিয়ে আলোচনা এখন তামিমের সুস্থতা নিয়ে। বাংলাদেশের তারকা ক্রিকেটারের জন্য আজ ডিপিএলে ম্যাচ শুরুর আগে বিশেষ দোয়া পড়া হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকাল ৯টায় শুরু হয়েছে ডিপিএলের তিন ম্যাচ। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম—তিন মাঠেই ক্রিকেটার থেকে শুরু করে ম্যাচ কর্মকর্তা সবাই তামিমের সুস্থতার জন্য দোয়া করেছেন। বাংলাদেশের এই বাঁহাতি ক্রিকেটারের জন্য বিশেষ দোয়ার পরই শুরু হয়েছে ম্যাচ। বিকেএসপির ৩ নম্বর মাঠে খেলছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় খেলছে লিজেন্ডস অব রূপগঞ্জ। আর বিকেএসপির ৪ নম্বর মাঠে লড়ছে মুখোমুখি গুলশান ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অধিনায়ক রায়ান রাফসান রহমানের সঙ্গে টস করার সময়ও মোহামেডান অধিনায়ক তামিম ছিলেন সুস্থ। এরপর ফিল্ডিংয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েন যে হেলিকপ্টারে ওঠার মতো অবস্থায় ছিলেন না। বিকেএসপির নিকটবর্তী কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে মোহামেডানকে জিতিয়ে মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা গিয়েছেন কেপিজে হাসপাতালে। সতীর্থদের সঙ্গে কথা বলেছেন তামিম।
সুস্থ তামিমের হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার খবর স্পর্শ করেছে ক্রিকেটবিশ্বকে। তামিমের দ্রুত আরোগ্য কামনা করে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদরা ফেসবুকে পোস্ট দিয়েছেন। শিলংয়ে গতকাল বাংলাদেশ ফুটবল দল অনুশীলনে তামিমের জন্য দোয়া প্রার্থনা করেছে। লাসিথ মালিঙ্গা, যুবরাজ সিং, হার্শা ভোগলেরাও তামিমের জন্য আবেগী বার্তা দিয়েছেন সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন:
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৯ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১০ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১১ ঘণ্টা আগে