ক্রীড়া ডেস্ক
১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে দুই ক্রিকেটার পাকিস্তানে এরই মধ্যে উড়াল দিলেন। রিশাদ হোসেনের রওনা দেওয়ার ২৪ ঘণ্টা না পার হতেই লিটন দাস রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশে।
বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় রিশাদ উড়াল দিয়েছেন পাকিস্তানের উদ্দেশে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের পর আজ সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি সেলফি বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৪৪ মিনিটে পোস্ট করেন লিটন। তিনি ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’
লিটন, রিশাদ, নাহিদ রানা—বাংলাদেশের এই তিন ক্রিকেটার এবারের পিএসএলে দল পেয়েছেন। এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। আর পেশোয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ। পাকিস্তানগামী বিমানে উঠে ছবি তুলে রিশাদ বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পোস্ট করেন। ২২ বছর বয়সী এই লেগস্পিনার লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’
পিএসএল খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের এনওসি দেওয়ার কথা ২৭ মার্চ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। লিটন, রিশাদ পুরো পিএসএলের এনওসি দেওয়া হলেও নাহিদ রানা আংশিক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন নাহিদ রানা। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আরও পড়ুন:
১১ এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। বাংলাদেশের তিন ক্রিকেটারের মধ্যে দুই ক্রিকেটার পাকিস্তানে এরই মধ্যে উড়াল দিলেন। রিশাদ হোসেনের রওনা দেওয়ার ২৪ ঘণ্টা না পার হতেই লিটন দাস রওনা দিলেন পাকিস্তানের উদ্দেশে।
বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় রিশাদ উড়াল দিয়েছেন পাকিস্তানের উদ্দেশে। বাংলাদেশের তরুণ লেগ স্পিনারের পর আজ সকালে পাকিস্তানের পথ ধরলেন লিটন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি সেলফি বাংলাদেশ সময় আজ সকাল ১০টা ৪৪ মিনিটে পোস্ট করেন লিটন। তিনি ক্যাপশন দিয়েছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’
লিটন, রিশাদ, নাহিদ রানা—বাংলাদেশের এই তিন ক্রিকেটার এবারের পিএসএলে দল পেয়েছেন। এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। আর পেশোয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ। পাকিস্তানগামী বিমানে উঠে ছবি তুলে রিশাদ বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যা ৭টা ৩৩ মিনিটে পোস্ট করেন। ২২ বছর বয়সী এই লেগস্পিনার লিখেছেন, ‘পিএসএল মিশন। আশা করি এই যাত্রাটা স্মরণীয় হবে।’
পিএসএল খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটারকে অনাপত্তিপত্র আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটনদের এনওসি দেওয়ার কথা ২৭ মার্চ আজকের পত্রিকাকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। লিটন, রিশাদ পুরো পিএসএলের এনওসি দেওয়া হলেও নাহিদ রানা আংশিক মৌসুম খেলার অনুমতি পেয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের পর পিএসএল খেলার সুযোগ পাবেন নাহিদ রানা। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে