নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
এবারের পিএসএলে লিটনকে নিয়েছিল করাচি কিংস। মুলতান সুলতানসের বিপক্ষে গতকাল করাচি তাদের অভিযান শুরু করে। কিন্তু এই ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। তাতে মাঠে নামার আগেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হয়ে গেল লিটনের। প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়ে কোনো ম্যাচ না খেলতে পারার হতাশায় পুড়ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলেন, ‘কিছু নিয়ে আসতে পারিনি সেখান (পাকিস্তান) থেকে। মনে হয় বেশির ভাগই হারিয়েছি। যেহেতু চোট একটা বড় ইস্যু, তাতে পাওয়ার চেয়ে মনে হয় বেশি কিছু হারিয়ে ফেলেছি।’
লিটন, রিশাদ হোসেন এই দুই বাংলাদেশিকে এবার পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনিও লাহোরের একাদশে জায়গা করে নিতে পারেননি। তবু রিশাদের সামনে তো ম্যাচ খেলার সুযোগ থাকছে। সেখানে ম্যাচ না খেলে আগেভাগেই দেশে ফেরায় লিটনের হতাশা একটু বেশিই।
চোটে পড়ে পিএসএল থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় গত রাতে বিমানবন্দরে এক রাশ হতাশার কথা শুনিয়েছেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দুর্ভাগ্য তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম, ভেবেছিলাম পুরো টুর্নামেন্টই খেলব। আমাকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। তবে ভাগ্যের ওপর কোনো কিছু নেই। মাঝেমধ্যে ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন। আপনার হাতে অনেক কিছুই থাকবে না। অনেক কিছু বিধাতা লিখে রাখে। এটা মানতেই হবে।’
২০২৫ পিএসএলে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। অপর বাংলাদেশি নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তবে তিনি পেয়েছেন আংশিক পিএসএল খেলার এনওসি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষেই বাংলাদেশের এই পেসার উড়াল দেবেন পাকিস্তানে। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন:
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।
এবারের পিএসএলে লিটনকে নিয়েছিল করাচি কিংস। মুলতান সুলতানসের বিপক্ষে গতকাল করাচি তাদের অভিযান শুরু করে। কিন্তু এই ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। তাতে মাঠে নামার আগেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হয়ে গেল লিটনের। প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়ে কোনো ম্যাচ না খেলতে পারার হতাশায় পুড়ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলেন, ‘কিছু নিয়ে আসতে পারিনি সেখান (পাকিস্তান) থেকে। মনে হয় বেশির ভাগই হারিয়েছি। যেহেতু চোট একটা বড় ইস্যু, তাতে পাওয়ার চেয়ে মনে হয় বেশি কিছু হারিয়ে ফেলেছি।’
লিটন, রিশাদ হোসেন এই দুই বাংলাদেশিকে এবার পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনিও লাহোরের একাদশে জায়গা করে নিতে পারেননি। তবু রিশাদের সামনে তো ম্যাচ খেলার সুযোগ থাকছে। সেখানে ম্যাচ না খেলে আগেভাগেই দেশে ফেরায় লিটনের হতাশা একটু বেশিই।
চোটে পড়ে পিএসএল থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় গত রাতে বিমানবন্দরে এক রাশ হতাশার কথা শুনিয়েছেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দুর্ভাগ্য তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম, ভেবেছিলাম পুরো টুর্নামেন্টই খেলব। আমাকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। তবে ভাগ্যের ওপর কোনো কিছু নেই। মাঝেমধ্যে ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন। আপনার হাতে অনেক কিছুই থাকবে না। অনেক কিছু বিধাতা লিখে রাখে। এটা মানতেই হবে।’
২০২৫ পিএসএলে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। অপর বাংলাদেশি নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তবে তিনি পেয়েছেন আংশিক পিএসএল খেলার এনওসি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষেই বাংলাদেশের এই পেসার উড়াল দেবেন পাকিস্তানে। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৪ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৫ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
৬ ঘণ্টা আগে