Ajker Patrika

পাকিস্তান লিগে পাওয়ার চেয়ে অনেক বেশি হারিয়েছেন লিটন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১২: ৪০
চোটে পড়ায় পাকিস্তান সুপার লিগ থেকে আগেভাগেই চলে আসতে হয়েছে লিটন দাসকে। ছবি: বিসিবি
চোটে পড়ায় পাকিস্তান সুপার লিগ থেকে আগেভাগেই চলে আসতে হয়েছে লিটন দাসকে। ছবি: বিসিবি

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—অন্যতম জনপ্রিয় গানের এই ছত্রটা লিটন দাসের সঙ্গে ভালোভাবে মিলে গেছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএর) খেলতে গিয়েছিলেন অনেক আশা নিয়ে। কিন্তু কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার।

এবারের পিএসএলে লিটনকে নিয়েছিল করাচি কিংস। মুলতান সুলতানসের বিপক্ষে গতকাল করাচি তাদের অভিযান শুরু করে। কিন্তু এই ম্যাচের আগে অনুশীলনের সময় আঙুলে চোট পান তিনি। তাতে মাঠে নামার আগেই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ হয়ে গেল লিটনের। প্রথমবারের মতো পিএসএল খেলতে গিয়ে কোনো ম্যাচ না খেলতে পারার হতাশায় পুড়ছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। গতকাল দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের লিটন বলেন, ‘কিছু নিয়ে আসতে পারিনি সেখান (পাকিস্তান) থেকে। মনে হয় বেশির ভাগই হারিয়েছি। যেহেতু চোট একটা বড় ইস্যু, তাতে পাওয়ার চেয়ে মনে হয় বেশি কিছু হারিয়ে ফেলেছি।’

লিটন, রিশাদ হোসেন এই দুই বাংলাদেশিকে এবার পুরো পিএসএল খেলার অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। পরশু রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তিনিও লাহোরের একাদশে জায়গা করে নিতে পারেননি। তবু রিশাদের সামনে তো ম্যাচ খেলার সুযোগ থাকছে। সেখানে ম্যাচ না খেলে আগেভাগেই দেশে ফেরায় লিটনের হতাশা একটু বেশিই।

চোটে পড়ে পিএসএল থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় গত রাতে বিমানবন্দরে এক রাশ হতাশার কথা শুনিয়েছেন লিটন। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘দুর্ভাগ্য তো স্বাভাবিক। যখন গিয়েছিলাম, ভেবেছিলাম পুরো টুর্নামেন্টই খেলব। আমাকে পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। তবে ভাগ্যের ওপর কোনো কিছু নেই। মাঝেমধ্যে ভাগ্যের ছোঁয়াও প্রয়োজন। আপনার হাতে অনেক কিছুই থাকবে না। অনেক কিছু বিধাতা লিখে রাখে। এটা মানতেই হবে।’

২০২৫ পিএসএলে তিন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। অপর বাংলাদেশি নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। তবে তিনি পেয়েছেন আংশিক পিএসএল খেলার এনওসি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষেই বাংলাদেশের এই পেসার উড়াল দেবেন পাকিস্তানে। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট। চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত, যুদ্ধ চলমান: আইএসপিআর

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

উত্তরায় জুলাই রেভেলসের দুই সদস্যকে কুপিয়ে জখম

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...