Ajker Patrika

পঞ্চপাণ্ডবের কাছ থেকে কী শিখেছেন সৌম্য

রানা আব্বাস, ঢাকা 
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১: ১৮
পঞ্চপাণ্ডবের কাছ থেকে কী শিখেছেন সৌম্য

একে একে নিভিছে দেউটি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে অন্যভাবে পরিচিত করা পাঁচ তারকার কাছ থেকে কতটা নিতে পেরেছে তাঁদের পরের প্রজন্ম। তাঁদের পরের প্রজন্মের একজন উজ্জ্বল প্রতিনিধি সৌম্য জানালেন, তিনি কী শিখেছেন দেশের ক্রিকেটের পাঁচ বড় তারকার কাছ থেকে—

মাশরাফি বিন মর্তুজা

মিশুক, সবার সঙ্গে কীভাবে সুসম্পর্ক বজার রাখতে হয়, সেটি শিখেছি। তাঁর ম্যান ম্যানেজমেন্ট দারুণ। মজা-রসিকতায় পরিবেশটা খুব স্বচ্ছন্দ রাখার সহজাত ক্ষমতা।

সাকিব আল হাসান

যেকোনো পরিস্থিতিতে ইতিবাচক থাকার ক্ষমতা। আক্রমণাত্মক মানসিকতা, যেকোনো পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখেছি তাঁর কাছ থেকে।

পঞ্চপাণ্ডব। ছবি: সংগৃহীত
পঞ্চপাণ্ডব। ছবি: সংগৃহীত

তামিম ইকবাল

বড় মনের মানুষ। মানুষকে সহায়তা করার মানসিকতা দেখেছি। মাঠে দুর্দান্ত গেম সেন্স। সবাইকে নিয়ে চলতে পারা।

মুশফিকুর রহিম

কঠোর পরিশ্রম, খেলার প্রতি নিবেদন কাকে বলে, সেটা দেখিয়েছেন। পরিশ্রম করলে যে ফল পাওয়া যায়, তাঁর কাছ থেকে শেখা। শৃঙ্খলাবোধ, সময়ের কাজ সময়ে করা।

মাহমুদউল্লাহ রিয়াদ

দৃঢ় মানসিকতা, শান্ত, আশ্চর্য নীরব থাকার ক্ষমতা। আত্মমর্যাদা ধরে রেখে মজা-রসিকতা, সিনিয়র-জুনিয়রদের সঙ্গে দারুণ ভারসাম্য রক্ষা। কোনো কিছু করার চিন্তা করলে সেটি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ থাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত