অ্যাপলের বিরুদ্ধে এপিক গেমসের সঙ্গে সুর মেলাল মেটা ও মাইক্রোসফট
অ্যাপ স্টোরের ইন–অ্যাপ পারচেজের বিষয়ে আদালতের আদেশকে অ্যাপল অবমাননা করছে বলে এপিকের সঙ্গে সুর মিলিয়েছে মেটা, মাইক্রোসফট, এক্স (টুইটার) ও ম্যাচ গ্রুপের মতো প্রযুক্তি কোম্পানিগুলো। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন এসব তথ্য জানা যায়।