এক্সের (সাবেক টুইটার) বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টগুলোতে বিনা মূল্যে নীল টিক যুক্ত করার সুবিধা দিচ্ছেন ইলন মাস্ক। অর্থাৎ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য প্রতি মাসে প্রায় ১১ ডলার খরচ না করেই বিশিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্টে তাদের নীল টিক যুক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
টুইটার কেনার পর প্ল্যাটফর্মটির নাম পরিবর্তনের পাশাপাশি এই সুবিধা বন্ধ করে দিয়েছিলেন এই বিলিনিয়র। সে সময় থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হতো। এবার কোম্পানির নীতি পরিবর্তন করে বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করা সুবিধা দেওয়া হলো।
মাস্ক টুইটার অধিগ্রহণের আগে বিখ্যাত সেলিব্রেটি, প্রতিষ্ঠান ও সাংবাদিকদের অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য নীল টিক ব্যবহার করা হতো। বিনা মূল্যে এই নীল টিকের পুনরায় আর্বিভাবের কারণে কেউ কেউ অবাক হয়েছেন আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।
প্ল্যাটফর্মটি থেকে বলা হয়, এক্সের ‘প্রভাবশালী সদস্য’ হওয়ায় তাদের বিনা মূল্যে নীল টিক দেওয়া হচ্ছে। তবে সাইটে বলা হয়েছে, এই বিনা মূল্যে ফিচারটি বন্ধ করার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে।
এক পোস্টে মাস্ক বলেন, যেসব অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ ভেরিফাই ফলোয়ার রয়েছে সেগুলোতে বিনা মূল্যে ‘প্রিমিয়াম’ প্ল্যানের ফিচারগুলো পাওয়া যাবে এবং যাদের অ্যাকাউন্টে ৫ হাজার ভেরিফাই ফলোয়ার রয়েছে সেসব অ্যাকাউন্টে বিনা মূল্যে ‘প্রিমিয়ার প্লাস’ প্ল্যানের ফিচারগুলো ব্যবহার করা যাবে। এক্সে ব্লু টিক ব্যবহারকারীদের পোস্ট অন্য অ্যাকাউন্টের তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছে।
এই বিনা মূল্যে সুবিধা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যায়, নীল টিকের সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবসাটি মাস্ক যেভাবে আশা করেছিল সেভাবে লাভজনক হয়নি। তবে এ জন্য মাস্ককে সম্পূর্ণরূপে দোষ দেয়া যায় না। কারণ, কোনো প্ল্যাটফর্মে আগে বিনা মূল্যে পাওয়া সেবা বা ফিচারের জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা পরবর্তী সময় একই ফিচার বা সেবার জন্য অর্থ খরচ করতে চান না।
প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানে বর্তমানে কতজন সাবস্ক্রাইবার রয়েছে তা জানায়নি এক্স। এ ছাড়া কতগুলো নীল টিক মঞ্জুর করা হয়েছে তা স্পষ্ট নয়।
২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাস্ক টুইটার অধিগ্রহণের পর তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক্সে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা কমে আসে। ২০২৩ সালে বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার পর এক্সের বিজ্ঞাপনী আয় কমে যায়। এ জন্য নতুন নতুন সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে মাস্ক।
তবে অর্থ দিয়ে নীল টিক কেনার জন্য এর বিশেষত্ব নষ্ট হয়। কারণ, যাদের অর্থ আছে, তারাই এই টিক কিনতে পারে। ফলে এর প্রতি অনেকেরই আগ্রহ হারিয়ে যায়।
এক্সের (সাবেক টুইটার) বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টগুলোতে বিনা মূল্যে নীল টিক যুক্ত করার সুবিধা দিচ্ছেন ইলন মাস্ক। অর্থাৎ প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন প্ল্যানের জন্য প্রতি মাসে প্রায় ১১ ডলার খরচ না করেই বিশিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্টে তাদের নীল টিক যুক্ত করা হবে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে সিএনএনের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
টুইটার কেনার পর প্ল্যাটফর্মটির নাম পরিবর্তনের পাশাপাশি এই সুবিধা বন্ধ করে দিয়েছিলেন এই বিলিনিয়র। সে সময় থেকে ব্যবহারকারীদের অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করতে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হতো। এবার কোম্পানির নীতি পরিবর্তন করে বেশি ফলোয়ারযুক্ত অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করা সুবিধা দেওয়া হলো।
মাস্ক টুইটার অধিগ্রহণের আগে বিখ্যাত সেলিব্রেটি, প্রতিষ্ঠান ও সাংবাদিকদের অ্যাকাউন্টকে ভেরিফাই করার জন্য নীল টিক ব্যবহার করা হতো। বিনা মূল্যে এই নীল টিকের পুনরায় আর্বিভাবের কারণে কেউ কেউ অবাক হয়েছেন আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেছেন।
প্ল্যাটফর্মটি থেকে বলা হয়, এক্সের ‘প্রভাবশালী সদস্য’ হওয়ায় তাদের বিনা মূল্যে নীল টিক দেওয়া হচ্ছে। তবে সাইটে বলা হয়েছে, এই বিনা মূল্যে ফিচারটি বন্ধ করার সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে।
এক পোস্টে মাস্ক বলেন, যেসব অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ ভেরিফাই ফলোয়ার রয়েছে সেগুলোতে বিনা মূল্যে ‘প্রিমিয়াম’ প্ল্যানের ফিচারগুলো পাওয়া যাবে এবং যাদের অ্যাকাউন্টে ৫ হাজার ভেরিফাই ফলোয়ার রয়েছে সেসব অ্যাকাউন্টে বিনা মূল্যে ‘প্রিমিয়ার প্লাস’ প্ল্যানের ফিচারগুলো ব্যবহার করা যাবে। এক্সে ব্লু টিক ব্যবহারকারীদের পোস্ট অন্য অ্যাকাউন্টের তুলনায় বেশি মানুষের কাছে পৌঁছে।
এই বিনা মূল্যে সুবিধা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে বোঝা যায়, নীল টিকের সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবসাটি মাস্ক যেভাবে আশা করেছিল সেভাবে লাভজনক হয়নি। তবে এ জন্য মাস্ককে সম্পূর্ণরূপে দোষ দেয়া যায় না। কারণ, কোনো প্ল্যাটফর্মে আগে বিনা মূল্যে পাওয়া সেবা বা ফিচারের জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা পরবর্তী সময় একই ফিচার বা সেবার জন্য অর্থ খরচ করতে চান না।
প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস প্ল্যানে বর্তমানে কতজন সাবস্ক্রাইবার রয়েছে তা জানায়নি এক্স। এ ছাড়া কতগুলো নীল টিক মঞ্জুর করা হয়েছে তা স্পষ্ট নয়।
২০২২ সালে ৪ হাজার ৪০০ কোটি ডলারে মাস্ক টুইটার অধিগ্রহণের পর তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক্সে বিজ্ঞাপনদাতাদের সংখ্যা কমে আসে। ২০২৩ সালে বড় বড় কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়া বন্ধ করার পর এক্সের বিজ্ঞাপনী আয় কমে যায়। এ জন্য নতুন নতুন সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে মাস্ক।
তবে অর্থ দিয়ে নীল টিক কেনার জন্য এর বিশেষত্ব নষ্ট হয়। কারণ, যাদের অর্থ আছে, তারাই এই টিক কিনতে পারে। ফলে এর প্রতি অনেকেরই আগ্রহ হারিয়ে যায়।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৬ ঘণ্টা আগে