কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্র দূতাবাস নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার অগ্রগতির ওপর নিবিড় নজর রাখছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ড. ইউনূসকে এক নৈশভোজে আপ্যায়নের পর দূতাবাস এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মামলার অগ্রগতির ওপর নজর রাখার কথা জানায়। ঢাকায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল সোমবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
দূতাবাস বলেছে, ইউনূসের মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে, এমন উদ্বেগের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান কারিগরি কর্মকর্তা গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে রাষ্ট্রদূত এ নৈশভোজ আয়োজন করেন। অপরচুনিটি ইন্টারন্যাশনাল ও গ্রামীণের মধ্যে স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে সেখানে কথা হয়েছে।
অ্যামি হাস, লরি নেলসন ও গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম এ আলোচনায় অংশ নেন।
ইউনূস ও নূরজাহান বেগমের কথা উল্লেখ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক এক্স-পোস্টে বলেছে, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার জন্য কাজ করেছেন, এমন দুই ব্যক্তিকে আপ্যায়ন করতে পেরে দূতাবাস সম্মানিত বোধ করছে।
যুক্তরাষ্ট্র দূতাবাস নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহকর্মীদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার অগ্রগতির ওপর নিবিড় নজর রাখছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সোমবার ড. ইউনূসকে এক নৈশভোজে আপ্যায়নের পর দূতাবাস এক এক্স (সাবেক টুইটার) পোস্টে মামলার অগ্রগতির ওপর নজর রাখার কথা জানায়। ঢাকায় গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে গতকাল সোমবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
দূতাবাস বলেছে, ইউনূসের মামলাগুলো বাংলাদেশের শ্রম আইনের অপব্যবহারের উদাহরণ হতে পারে, এমন উদ্বেগের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে।
ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিশ্বব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান অপরচুনিটি ইন্টারন্যাশনালের প্রধান কারিগরি কর্মকর্তা গ্রেগ নেলসনের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে রাষ্ট্রদূত এ নৈশভোজ আয়োজন করেন। অপরচুনিটি ইন্টারন্যাশনাল ও গ্রামীণের মধ্যে স্বাস্থ্য খাতে বিভিন্ন কর্মসূচি নিয়ে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে সেখানে কথা হয়েছে।
অ্যামি হাস, লরি নেলসন ও গ্রামীণ শিক্ষার নির্বাহী ভাইস চেয়ারম্যান নূরজাহান বেগম এ আলোচনায় অংশ নেন।
ইউনূস ও নূরজাহান বেগমের কথা উল্লেখ করে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক এক্স-পোস্টে বলেছে, লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে তুলে আনার জন্য কাজ করেছেন, এমন দুই ব্যক্তিকে আপ্যায়ন করতে পেরে দূতাবাস সম্মানিত বোধ করছে।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা লড়তে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সেই আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, ‘আপনি ট্রেন মিস করেছেন।’
২৫ মিনিট আগেসচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। যদিও সরকারি কর্মচারীরা দলবদ্ধভাবে আন্দোলনে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
৩১ মিনিট আগেদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এবং ১৩৫৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন এবং আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, নিহতের ৩২ দশমিক ৫০ শতাংশ এবং আহতের ১০ দশমিক ৬১ শতাংশ।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের নতুন সূচি ঘোষণা করেছে সরকার। ১৮ থেকে ২৪ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা কবে। এর লক্ষ্য, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা।
১ ঘণ্টা আগে