বড় কনটেন্ট প্রকাশ ও শেয়ারের সুবিধা দিতে ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এই ফিচারের মাধ্যমে বড় দৈর্ঘ্যের নিবন্ধ বা আর্টিকেল লেখা যাবে। তবে ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে না। শুধু এক্স প্রিমিয়াম প্লাসের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
এক পোস্টে এক্স বলে, এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ও ভ্যারিফাই করা প্রতিষ্ঠানগুলো আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ফলোয়ারদের জন্য বড় দৈর্ঘ্যের কনটেন্ট লেখা যাবে ও শেয়ার করা যাবে। আর্টিকেল কম্পোজার ফিচারটি এক্সের ওয়েব সংস্করণের সাইডবারে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সাইডবার থেকে আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স। এ ছাড়া আর্টকেলগুলোয় ছবি, ভিডিও ও অন্য এক্স পোস্টও যুক্ত করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের মতে, ১ লাখ ক্যারেক্টার বা ১৫ হাজার শব্দের মধ্যে আর্টিকেলগুলো লেখা যাবে।
অন্যান্য পোস্টের মতো আর্টিকেলগুলো ব্যবহারকারীর প্রোফাইলের নতুন আর্টিকেল ট্যাবে দেখা যাবে এবং ফলোয়াররা তাঁদের টাইমলাইনে এগুলো দেখতে পারবেন।
অন্যান্য আইকোন ও লে-আউটের জন্য আর্টিকেলগুলো এক্সের অন্যান্য পোস্ট থেকে আলাদা করা যাবে।
আর্টিকেল পোস্ট করার পর ব্যবহারকারীরা এগুলো ডিলিট বা এডিট করতে পারবে। এডিট করার জন্য নির্দিষ্ট আর্টিকেল কম্পোজার টাইমলাইন থেকে খুঁজে বের করতে হবে। এরপর আর্টিকেলের ওপরে তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। ফলে একটি ছোট মেনু দেখা যাবে। মেনু থেকে একটি এডিট বাটনটি ক্লিক করে আর্টকেলটি এডিট করা যাবে। এডিট করা শেষ হলে পুনরায় আর্টিকেলটি পোস্ট করতে পারবেন।
কোনো আর্টিকেল ডিলিট করার জন্য সেই তিন ডটের মেনু থেকে ডিলিট অপশন নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বড় কনটেন্ট প্রকাশ ও শেয়ারের সুবিধা দিতে ‘আর্টিকেল’ ফিচার নিয়ে এল মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। এই ফিচারের মাধ্যমে বড় দৈর্ঘ্যের নিবন্ধ বা আর্টিকেল লেখা যাবে। তবে ফিচারটি সবাই ব্যবহার করতে পারবে না। শুধু এক্স প্রিমিয়াম প্লাসের ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন।
এক পোস্টে এক্স বলে, এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা ও ভ্যারিফাই করা প্রতিষ্ঠানগুলো আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে ফলোয়ারদের জন্য বড় দৈর্ঘ্যের কনটেন্ট লেখা যাবে ও শেয়ার করা যাবে। আর্টিকেল কম্পোজার ফিচারটি এক্সের ওয়েব সংস্করণের সাইডবারে পাওয়া যাবে। ব্যবহারকারীরা সাইডবার থেকে আর্টিকেল ফিচারটি ব্যবহার করতে পারবেন।
এ ছাড়া টেক্সট ফরম্যাট করার জন্য ইটালিক, বোল্ড, বুলেট পয়েন্ট, নম্বর লিস্টের মতো বিভিন্ন অপশনও যুক্ত করেছে এক্স। এ ছাড়া আর্টকেলগুলোয় ছবি, ভিডিও ও অন্য এক্স পোস্টও যুক্ত করা যাবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেটের মতে, ১ লাখ ক্যারেক্টার বা ১৫ হাজার শব্দের মধ্যে আর্টিকেলগুলো লেখা যাবে।
অন্যান্য পোস্টের মতো আর্টিকেলগুলো ব্যবহারকারীর প্রোফাইলের নতুন আর্টিকেল ট্যাবে দেখা যাবে এবং ফলোয়াররা তাঁদের টাইমলাইনে এগুলো দেখতে পারবেন।
অন্যান্য আইকোন ও লে-আউটের জন্য আর্টিকেলগুলো এক্সের অন্যান্য পোস্ট থেকে আলাদা করা যাবে।
আর্টিকেল পোস্ট করার পর ব্যবহারকারীরা এগুলো ডিলিট বা এডিট করতে পারবে। এডিট করার জন্য নির্দিষ্ট আর্টিকেল কম্পোজার টাইমলাইন থেকে খুঁজে বের করতে হবে। এরপর আর্টিকেলের ওপরে তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। ফলে একটি ছোট মেনু দেখা যাবে। মেনু থেকে একটি এডিট বাটনটি ক্লিক করে আর্টকেলটি এডিট করা যাবে। এডিট করা শেষ হলে পুনরায় আর্টিকেলটি পোস্ট করতে পারবেন।
কোনো আর্টিকেল ডিলিট করার জন্য সেই তিন ডটের মেনু থেকে ডিলিট অপশন নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে