Ajker Patrika

অ্যাপলের বিরুদ্ধে এপিক গেমসের সঙ্গে সুর মেলাল মেটা ও মাইক্রোসফট 

আপডেট : ২১ মার্চ ২০২৪, ১০: ৪৫
অ্যাপলের বিরুদ্ধে এপিক গেমসের সঙ্গে সুর মেলাল মেটা ও মাইক্রোসফট 

অ্যাপ স্টোরের ইন-অ্যাপ পারচেজের বিষয়ে আদালতের আদেশকে অ্যাপল অবমাননা করছে বলে এপিকের সঙ্গে সুর মিলিয়েছে মেটা, মাইক্রোসফট, এক্স (টুইটার) ও ম্যাচ গ্রুপের মতো প্রযুক্তি কোম্পানিগুলো। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন এসব তথ্য জানা যায়।

অ্যাপ স্টোরের সবচেয়ে জনপ্রিয় অ্যাপগুলোর কয়েকটি অ্যাপ এসব প্রযুক্তি কোম্পানিগুলো তৈরি করেছে। কোম্পানিগুলো বলছে, অ্যাপল ২০২১ সালের সেপ্টেম্বরে আদালতের আদেশের ‘স্পষ্ট লঙ্ঘন’ করেছে। এর ফলে গ্রাহকদের জন্য ডিজিটাল পণ্যের ফি সাশ্রয়ী করাকে কঠিন করে তোলে।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতের নথিতে বলা হয়, অভিযোগের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে অ্যাপল।

গত ১৬ জানুয়ারি এক বিবৃতিতে অ্যাপল বলছে, কোম্পানিটি আদালতের আদেশ সম্পূর্ণরূপে মেনে চলছে, যা ভোক্তাদের ও ‘অ্যাপলের ইকোসিস্টেমের অখণ্ডতা’ রক্ষা করবে এবং ডেভেলপাররা যেন বিনা মূল্যে এই সুবিধা ব্যবহার করতে না পারে, তাও নিশ্চিত করবে।

২০২০ সালে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে এপিক। মামলার অভিযোগে এপিক বলে, গ্রাহকদের অ্যাপ স্টোরের মাধ্যমে অ্যাপস ইনস্টলে বাধ্য করতে ও ক্রয়ের ওপর ডেভেলপারদের ৩০ শতাংশ পর্যন্ত ফি আরোপ করে কোম্পানিটি অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করেছে।

আদালতের আদেশ অনুযায়ী, অ্যাপলকে ইন-অ্যাপ বিলিংয়ের ক্ষেত্রে বিকল্প লিংক ও বাটনের ব্যবস্থা করার সুবিধা ডেভেলপারদের দিতে হবে।

গত সপ্তাহে এপিক দাবি করে, অ্যাপল আদালতের এই আদেশ অবমাননা করে। কোম্পানিটির নতুন নিয়ম ও ডেভেলপারদের ওপর নতুন ২৭ শতাংশ ফি এসব লিংকের কার্যকারিতা মূল্যহীন করে তুলছে।

গত বুধবারে নথিতে বলা হয়েছে, বিকল্প লিংক থেকে ইন-অ্যাপ পারচেসের জন্য ডেভেলপাররা ব্যবহারকারীদের সঙ্গে কোথায় ও কীভাবে যোগাযোগ করতে পারে তার ওপর অ্যাপলের বিভিন্ন বিধিনিষেধ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য বাধা তৈরি করে ও কৃত্রিমভাবে দাম বাড়ায়।

গত জানুয়ারিতে অ্যাপলের আপিল না শোনার সিদ্ধান্ত নেয় মার্কিন সুপ্রিম কোর্ট। অন্যদিকে এপিকের আপিলের শুনানির পরিপ্রেক্ষিতে নিম্ন আদালত অ্যাপলের নীতিগুলি ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করে না।

এপিকের অভিযোগের প্রতিক্রিয়া জানাতে আনুষ্ঠানিকভাবে অ্যাপলের ৩ এপ্রিল পর্যন্ত সময় আছে।

ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অ্যাপলের সদর দপ্তর অবস্থিত ও এপিক উত্তর ক্যারোলিনার ক্যারিতে অবস্থিত।

অ্যাপলের বিরুদ্ধে এপিকের মামলাটি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট নর্দার্ন ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়ায় করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত