Ajker Patrika

ভারতের কৃষক আন্দোলন: সরকারের নির্দেশেই পোস্ট-অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে এক্স

ভারতের কৃষক আন্দোলন: সরকারের নির্দেশেই পোস্ট-অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে এক্স

ভারতে চলমান কৃষক আন্দোলন সম্পর্কিত অ্যাকাউন্ট ও পোস্ট মুছে ফেলার কথা স্বীকার করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার)। প্ল্যাটফর্মটির দাবি, ভারত সরকার ‘নির্বাহী আদেশ’ দেওয়ার কারণে তারা পেজগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে। 

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এক্স কর্তৃপক্ষ জানায়, কারাদণ্ড সহ সম্ভাব্য শাস্তি সাপেক্ষে এই আদেশগুলো দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট সরিয়ে ফেলা নিয়ে বিস্তারিত কোনো তথ্য না দিলেও প্ল্যাটফর্মটি জানায়, তারা এই পদক্ষেপকে সমর্থন করে না এবং এই পদক্ষেপটি মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার সমান। 

এক্সের বিবৃতিটি তাদের অফিশিয়াল পেজে শেয়ার করা হয়। 

এই পদক্ষেপের কারণে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের অধীনে বিদেশি প্রযুক্তি দানবদের দেশটিতে কার্যক্রম পরিচালনা করার বাধাগুলো উঠে এসেছে। মোদির সরকার ভারত–বিরোধী কনটেন্ট মোকাবিলায় যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার কারণে প্রায়ই গুগল, ফেসবুক এবং এক্সের সমালোচনা করে এবং এদের ভুয়া বলে সম্বোধিত করে। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, এর আগে অনেক অধিকারকর্মীই অভিযোগ করে বলেছেন তাঁদের অ্যাকাউন্ট মুছে ফেলা হচ্ছে। 

এক্স ব্যবহারকারী ও ভারতীয় সাংবাদিক মোহাম্মদ জুবায়ের গত সোমবার লেখেন, ‘ভারতে কৃষক আন্দোলন কভার করতে থাকা সাংবাদিক, ইনফ্লুয়েন্সার এবং বিশিষ্ট কৃষক ইউনিয়নবাদীদের অনেক প্রভাবশালী এক্স অ্যাকাউন্ট ‘স্থগিত’ করা হচ্ছে।’

বিবৃতিতে এক্স বলে, ‘শুধু ভারতেই এই নির্দেশ মেনে অ্যাকাউন্ট ও পোস্ট আটকে দেওয়া হচ্ছে’। তারা আরও বলেন, তারা সরকারের এ পদক্ষেপের সঙ্গে একমত নয় এবং এসব পোস্টের ক্ষেত্রেও মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত। 

প্ল্যাটফর্মটি আরও জানায়, তারা সরকারের ‘অবরোধের আদেশ’ আইনত চ্যালেঞ্জ করেছে। তবে তারা কোন আদালতে আবেদন করেছে তা নির্দিষ্ট করে উল্লেখ করেনি। 

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টি সামাজিক মাধ্যমে সরকারের এ কড়াকড়ি আরোপের সমালোচনা করে বলে, সরকার গণতান্ত্রিক দেশের বিরোধী কণ্ঠস্বরকে রোধ করতে চাইছে। অন্যান্য এক্স ব্যবহারকারীরাও সরকারের সমালোচনামূলক পোস্ট সরিয়ে ফেলার নিন্দা জানায়। 

তবে সরকার এখনো এক্সের বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। 

কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্যসহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ভারতের কৃষকেরা আন্দোলনের ডাক দিয়েছেন। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে লাখ লাখ কৃষক রাজধানী দিল্লি অভিমুখে যাত্রা শুরু করে। এ কর্মসূচি পালনের সময় পাঞ্জাব ও হরিয়ানার মধ্যবর্তী শম্ভু সীমান্ত পয়েন্টে তাঁদের ওপর কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত