শুধু চিন্তার মাধ্যমে টাইপ করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট তৈরি করেছেন মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি নোল্যান্ড আরবা। এই অসাধারণ ঘটনাটি নিউরালিংক কোম্পানির উন্নত চিপের মাধ্যমে সম্ভব হয়েছে।
গত শনিবার নোল্যান্ড আরবা চিন্তার মাধ্যমেই এক্সে পোস্ট করেন। পোস্টটিতে মজা করে তিনি বলেন, প্রথমবার পোস্ট করার সময় নোল্যান্ডকে বট ভেবে ব্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমটি। জনপ্রিয় মুভি স্টার ওয়ার্সের টেলিপ্যাথি ক্ষমতার মতো তার নতুন ক্ষমতাকে টেলিপ্যাথি ‘শক্তির’ সঙ্গে তুলনা করেন আরবা।
নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও নোল্যান্ডের এই অর্জন শেয়ার করেন। এক্সের পোস্টে মাস্ক বলেন, চিন্তার মাধ্যমে তৈরি করা এটিই প্রথম পোস্ট, যা নিউরালিংকের টেলিপ্যাথি ডিভাইসের ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে।
সড়ক দুর্ঘটনার পরে ২৯ বছর বয়সী নোল্যান্ড আরবার শরীর কাঁধের নিচে থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাঁকে চিন্তার মাধ্যমে ল্যাপটপে দাবা খেলেতে দেখা যায়। নিউরালিংক ঘটনাটি লাইভ সম্প্রচার করে।
মস্তিষ্কে চিপ বসানোর কিছুদিন পরই চিন্তার মাধ্যমে সফলভাবে কম্পিউটারের কার্সারটিও নিয়ন্ত্রণ করতে সক্ষম হন নোল্যান্ড।
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে ভবিষ্যতে নিউরালিংকের সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
গুরুতর শারীরিক সীমাবদ্ধতাযুক্ত রোগীদের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করাই নিউরালিংকের প্রাথমিক লক্ষ্য।
আট বছর আগে গ্রীষ্মকালীন শিবিরের পরামর্শদাতা হিসেবে কাজ করার সময় আরবা একটি অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান।
গত জানুয়ারিতে আরবারের মস্তিষ্কে অস্ত্রপাচার করে নিউরালিংক। এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
চিপের এই সাফল্য সত্ত্বেও আরবা স্বীকার করেন যে, প্রযুক্তিটি নিখুঁত করার জন্য ‘এখনো অনেক কাজ বাকি আছে’।
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে, তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
তবে চিপের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে রোগীর যোগাযোগ করার ক্ষেত্রে একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
শুধু চিন্তার মাধ্যমে টাইপ করে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট তৈরি করেছেন মস্তিষ্কে চিপ বসানো প্রথম ব্যক্তি নোল্যান্ড আরবা। এই অসাধারণ ঘটনাটি নিউরালিংক কোম্পানির উন্নত চিপের মাধ্যমে সম্ভব হয়েছে।
গত শনিবার নোল্যান্ড আরবা চিন্তার মাধ্যমেই এক্সে পোস্ট করেন। পোস্টটিতে মজা করে তিনি বলেন, প্রথমবার পোস্ট করার সময় নোল্যান্ডকে বট ভেবে ব্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমটি। জনপ্রিয় মুভি স্টার ওয়ার্সের টেলিপ্যাথি ক্ষমতার মতো তার নতুন ক্ষমতাকে টেলিপ্যাথি ‘শক্তির’ সঙ্গে তুলনা করেন আরবা।
নিউরালিংকের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও নোল্যান্ডের এই অর্জন শেয়ার করেন। এক্সের পোস্টে মাস্ক বলেন, চিন্তার মাধ্যমে তৈরি করা এটিই প্রথম পোস্ট, যা নিউরালিংকের টেলিপ্যাথি ডিভাইসের ব্যবহারের মাধ্যমে সম্ভব হয়েছে।
সড়ক দুর্ঘটনার পরে ২৯ বছর বয়সী নোল্যান্ড আরবার শরীর কাঁধের নিচে থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাঁকে চিন্তার মাধ্যমে ল্যাপটপে দাবা খেলেতে দেখা যায়। নিউরালিংক ঘটনাটি লাইভ সম্প্রচার করে।
মস্তিষ্কে চিপ বসানোর কিছুদিন পরই চিন্তার মাধ্যমে সফলভাবে কম্পিউটারের কার্সারটিও নিয়ন্ত্রণ করতে সক্ষম হন নোল্যান্ড।
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য অর্জন। এর মাধ্যমে ভবিষ্যতে নিউরালিংকের সম্ভাবনা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
গুরুতর শারীরিক সীমাবদ্ধতাযুক্ত রোগীদের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করাই নিউরালিংকের প্রাথমিক লক্ষ্য।
আট বছর আগে গ্রীষ্মকালীন শিবিরের পরামর্শদাতা হিসেবে কাজ করার সময় আরবা একটি অপ্রত্যাশিত সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পান।
গত জানুয়ারিতে আরবারের মস্তিষ্কে অস্ত্রপাচার করে নিউরালিংক। এক দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
চিপের এই সাফল্য সত্ত্বেও আরবা স্বীকার করেন যে, প্রযুক্তিটি নিখুঁত করার জন্য ‘এখনো অনেক কাজ বাকি আছে’।
ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের নিউরাল ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক প্রোগ্রাম ডিরেক্টর কিপ লুডভিগ বলেন, নিউরালিংক যা দেখিয়েছে, তা কোনো ‘যুগান্তকারী’ আবিষ্কার নয়। চিপ বসানোর পরের প্রভাব জানার জন্য এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। নিউরালিংক ও রোগীর উভয়ের এখনো অনেক কিছু জানার রয়েছে।
তবে চিপের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে রোগীর যোগাযোগ করার ক্ষেত্রে একে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে