মস্তিষ্কের নেতিবাচক অনুভূতি দূর করতে চিকিৎসকের পরামর্শে ক্যাটামিন সেবনের পক্ষে মত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি নিজেও নিয়মিত সেবন করেন এই কেমিক্যাল। তাঁর এই কেটামিন সেবন টেসলায় বিনিয়োগকারীদের জন্য লাভজনক বলেও রসিয়ে মন্তব্য করেছেন তিনি।
সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমনের সঙ্গে একটি সাক্ষাৎকারে মাস্ক এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন এ খবর দিয়েছে।
সাক্ষাৎকারে মাস্ক বলেন, যখন তিনি মস্তিষ্কে নেতিবাচক অনুভব করেন, তখন ক্যাটামিন নামক চেতনানাশক ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে তাঁকে সাহায্য করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রচারিত সাক্ষাৎকারটিতে মাস্ক বলেন, অনেক সময়ই তিনি বিষণ্নতায় ভোগেন। কিন্তু সেই বিষণ্নতার পেছনে কোনো যৌক্তিক কারণ থাকে না। ঠিক তখন ক্যাটামিন সেই হতাশাজনক পরিস্থিতি থেকে তাঁকে বের করে আনে।
কখনো মাত্রাতিরিক্ত ক্যাটামিন সেবন করা হয়েছে কি না—জিজ্ঞেস করা হলে মাস্ক জানান, তিনি তা আদতেই করেন না। প্রতি এক সপ্তাহ পরপর তিনি অল্প পরিমাণে ক্যাটামিন নিয়ে থাকেন।
ক্যাটামিন মূলত একটি চেতনানাশক যা চিকিৎসাকার্যে রোগীকে অচেতন রাখতে ব্যবহৃত হয়। এটি হতাশা দূর করতে এবং ব্যথা কমানোর ঔষধ হিসেবেও ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা যায়।
মাস্ক বলেন, ‘ক্যাটামিনের মাত্রাতিরিক্ত সেবনে মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। আমাকে দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে হয়। আমি চাইলেও মাত্রাতিরিক্ত মাদক নিতে পারব না। কেননা আমি সময়ের অপচয় করতে পারব না।’
এদিকে মাস্কের সহকর্মী এবং টেসলার বিনিয়োগকারীরা তাঁর ক্যাটামিন সেবন নিয়ে অনেকটাই অসন্তুষ্ট। তাঁরা জানায়, মাস্কের এই অভ্যাস তাঁর ব্যবসার ওপর বিরুপ প্রভাব ফেলছে।
সাক্ষাৎকারে এ বিষয়ে জিজ্ঞেস করলে মাস্ক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টেসলার বাজারমূল্য বাকি সবগুলো গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানের মোট বাজারমূল্য থেকে বেশি। গত বছর আমরা বিশ্বে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বিক্রি করেছি। বিনিয়োগকারীরা কি নিয়ে ভয় পাচ্ছেন, আমি ঠিক জানি না। তাই আমি যে ক্যাটামিন নিচ্ছি, তা আমার নেওয়া চালিয়ে যাওয়া উচিত।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘দ্য ডন লেনন শো’ নামের অনুষ্ঠান সম্প্রচারের জন্য মাস্কের সঙ্গে চুক্তি হয়। তবে অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারের এক সপ্তাহ আগেই মাস্ক আচমকা সেই অনুষ্ঠান বাতিল করে দেন।
সাক্ষাৎকারের পর লেনন বলেন, ‘আমার মতো লোকের কাছ থেকে তাঁকে নিয়ে প্রশ্ন করাটা তাঁর ভালো লাগেনি বলে মনে হয়।’
মস্তিষ্কের নেতিবাচক অনুভূতি দূর করতে চিকিৎসকের পরামর্শে ক্যাটামিন সেবনের পক্ষে মত দিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি নিজেও নিয়মিত সেবন করেন এই কেমিক্যাল। তাঁর এই কেটামিন সেবন টেসলায় বিনিয়োগকারীদের জন্য লাভজনক বলেও রসিয়ে মন্তব্য করেছেন তিনি।
সিএনএনের সাবেক উপস্থাপক ডন লেমনের সঙ্গে একটি সাক্ষাৎকারে মাস্ক এ কথা জানিয়েছেন। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন এ খবর দিয়েছে।
সাক্ষাৎকারে মাস্ক বলেন, যখন তিনি মস্তিষ্কে নেতিবাচক অনুভব করেন, তখন ক্যাটামিন নামক চেতনানাশক ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে তাঁকে সাহায্য করে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রচারিত সাক্ষাৎকারটিতে মাস্ক বলেন, অনেক সময়ই তিনি বিষণ্নতায় ভোগেন। কিন্তু সেই বিষণ্নতার পেছনে কোনো যৌক্তিক কারণ থাকে না। ঠিক তখন ক্যাটামিন সেই হতাশাজনক পরিস্থিতি থেকে তাঁকে বের করে আনে।
কখনো মাত্রাতিরিক্ত ক্যাটামিন সেবন করা হয়েছে কি না—জিজ্ঞেস করা হলে মাস্ক জানান, তিনি তা আদতেই করেন না। প্রতি এক সপ্তাহ পরপর তিনি অল্প পরিমাণে ক্যাটামিন নিয়ে থাকেন।
ক্যাটামিন মূলত একটি চেতনানাশক যা চিকিৎসাকার্যে রোগীকে অচেতন রাখতে ব্যবহৃত হয়। এটি হতাশা দূর করতে এবং ব্যথা কমানোর ঔষধ হিসেবেও ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করা যায়।
মাস্ক বলেন, ‘ক্যাটামিনের মাত্রাতিরিক্ত সেবনে মানুষ স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। আমাকে দিনে প্রায় ১৬ ঘণ্টা কাজ করতে হয়। আমি চাইলেও মাত্রাতিরিক্ত মাদক নিতে পারব না। কেননা আমি সময়ের অপচয় করতে পারব না।’
এদিকে মাস্কের সহকর্মী এবং টেসলার বিনিয়োগকারীরা তাঁর ক্যাটামিন সেবন নিয়ে অনেকটাই অসন্তুষ্ট। তাঁরা জানায়, মাস্কের এই অভ্যাস তাঁর ব্যবসার ওপর বিরুপ প্রভাব ফেলছে।
সাক্ষাৎকারে এ বিষয়ে জিজ্ঞেস করলে মাস্ক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘টেসলার বাজারমূল্য বাকি সবগুলো গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানের মোট বাজারমূল্য থেকে বেশি। গত বছর আমরা বিশ্বে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বিক্রি করেছি। বিনিয়োগকারীরা কি নিয়ে ভয় পাচ্ছেন, আমি ঠিক জানি না। তাই আমি যে ক্যাটামিন নিচ্ছি, তা আমার নেওয়া চালিয়ে যাওয়া উচিত।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘দ্য ডন লেনন শো’ নামের অনুষ্ঠান সম্প্রচারের জন্য মাস্কের সঙ্গে চুক্তি হয়। তবে অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচারের এক সপ্তাহ আগেই মাস্ক আচমকা সেই অনুষ্ঠান বাতিল করে দেন।
সাক্ষাৎকারের পর লেনন বলেন, ‘আমার মতো লোকের কাছ থেকে তাঁকে নিয়ে প্রশ্ন করাটা তাঁর ভালো লাগেনি বলে মনে হয়।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৭ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৯ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে