কারাগারে রহস্যজনকভাবে মারা যাওয়া পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির স্ত্রীর এক্স অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। স্বামীর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই তাঁর অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যায়।
গতকাল সোমবার প্ল্যাটফর্মটিতে নাভালনির স্ত্রী ইউলিয়া একটি মুক্ত রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।
রাশিয়ার কারাগারে অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিশ্চিত করার পরই এমন ঘোষণা দেন তাঁর স্ত্রী। এরপর আজ মঙ্গলবার বিকেল থেকেই তাঁর অ্যাকাউন্ট অন্য ব্যবহারকারীরা আর দেখতে পাচ্ছিলেন না।
ইউলিয়ার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ থাকার বিষয়ে এক্স থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিস্টেমের ভুলে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা অপব্যবহার ও স্প্যাম ভেবে ভুলবশত ইউলিয়ার অ্যাকাউন্টটি আমাদের নীতির লঙ্ঘন করেছে বলে ধরে নিয়েছিল। ভুলের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকাউন্ট সচল করেছি। আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা হালনাগাদ করছি।
এক্সের বিধিমালা অনুসারে, স্প্যাম বা সহিংস কিছু পোস্ট করা হলে বা অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে থাকলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
স্বামী নাভালনির রাজনৈতিক প্রচারণার পুরো সময়টাই আড়ালে ছিলেন স্ত্রী ইউলিয়া। স্বামীর মৃত্যুর পর গতকাল সোমবার এক্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন তিনি।
একই দিন একটি ভিডিও পোস্ট করে ইউলিয়া অভিযোগ করেন, রুশ কর্তৃপক্ষ তাঁর স্বামীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করার আগে শরীর থেকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট নোভিচকের আলামত উধাও হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ক্রেমলিন বলেছে, অভিযোগটি ভিত্তিহীন এবং তাঁর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।
আবেগঘন ভিডিও বার্তায় ইউলিয়ার কণ্ঠস্বর শোক ও ক্রোধে কাঁপতে শোনা যায়। তাঁর ভিডিও বার্তাটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অ্যাকাউন্ট খোলার পরপরই এক লাখের বেশি ফলোয়ার পেয়েছেন ইউলিয়া।
কারাগারে রহস্যজনকভাবে মারা যাওয়া পুতিন সমালোচক অ্যালেক্সি নাভালনির স্ত্রীর এক্স অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। স্বামীর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই তাঁর অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যায়।
গতকাল সোমবার প্ল্যাটফর্মটিতে নাভালনির স্ত্রী ইউলিয়া একটি মুক্ত রাশিয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ভিডিও বার্তা পোস্ট করেন।
রাশিয়ার কারাগারে অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিশ্চিত করার পরই এমন ঘোষণা দেন তাঁর স্ত্রী। এরপর আজ মঙ্গলবার বিকেল থেকেই তাঁর অ্যাকাউন্ট অন্য ব্যবহারকারীরা আর দেখতে পাচ্ছিলেন না।
ইউলিয়ার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য বন্ধ থাকার বিষয়ে এক্স থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সিস্টেমের ভুলে অ্যাকাউন্টটি স্থগিত হয়ে গিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, আমাদের প্ল্যাটফর্মের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা অপব্যবহার ও স্প্যাম ভেবে ভুলবশত ইউলিয়ার অ্যাকাউন্টটি আমাদের নীতির লঙ্ঘন করেছে বলে ধরে নিয়েছিল। ভুলের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা অ্যাকাউন্ট সচল করেছি। আমরা আমাদের সুরক্ষা ব্যবস্থা হালনাগাদ করছি।
এক্সের বিধিমালা অনুসারে, স্প্যাম বা সহিংস কিছু পোস্ট করা হলে বা অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকিতে থাকলে অ্যাকাউন্ট স্থগিত করা হতে পারে।
স্বামী নাভালনির রাজনৈতিক প্রচারণার পুরো সময়টাই আড়ালে ছিলেন স্ত্রী ইউলিয়া। স্বামীর মৃত্যুর পর গতকাল সোমবার এক্স প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলেন তিনি।
একই দিন একটি ভিডিও পোস্ট করে ইউলিয়া অভিযোগ করেন, রুশ কর্তৃপক্ষ তাঁর স্বামীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করার আগে শরীর থেকে প্রাণঘাতী নার্ভ এজেন্ট নোভিচকের আলামত উধাও হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে। ক্রেমলিন বলেছে, অভিযোগটি ভিত্তিহীন এবং তাঁর মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে।
আবেগঘন ভিডিও বার্তায় ইউলিয়ার কণ্ঠস্বর শোক ও ক্রোধে কাঁপতে শোনা যায়। তাঁর ভিডিও বার্তাটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে। অ্যাকাউন্ট খোলার পরপরই এক লাখের বেশি ফলোয়ার পেয়েছেন ইউলিয়া।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৩ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৭ ঘণ্টা আগে