মুক্তিযুদ্ধ, সবজি, মাছ, মাংস
২৫ মার্চ রাতটি শাহীন সামাদের জীবনে এসেছিল আর সব ঢাকাবাসীর মতো। চারদিকে করুণ আর্তনাদ, চিৎকার, গুলির শব্দ—যেন পৃথিবীর শেষ ঘণ্টা বাজছে। ছায়ানটের শেখ লুৎফর রহমানের কাছে শাহীন শিখেছেন, ‘বিপ্লবের রক্তে রাঙা উড়ে আকাশে’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’, ‘এই শিকল-পরা ছল মোদের’ গানগুলো।