Ajker Patrika

আসাদুজ্জামান নূর

সম্পাদকীয়
আপডেট : ০৭ মে ২০২২, ১২: ৪৩
আসাদুজ্জামান নূর

টিভি নাটকের ক্ষেত্রে হুমায়ূন আহমেদের সঙ্গে আসাদুজ্জামান নূরের এক অদ্ভুত বন্ধন ছিল। অনেক সময় পরিচালক যে নির্দেশ দিতেন, তা থেকে বাড়তি কিছু করতেন নূর। প্রেমের গল্প, রোমান্টিক চরিত্রে অভিনয় তত দিনে একঘেয়ে হয়ে উঠেছে নূরের কাছে। তিনি বিচিত্র চরিত্রে অভিনয় করতে চাইতেন। সে রকম বেশ কিছু চরিত্রের দেখা পাওয়া গেল হুমায়ূন আহমেদের নাটকে।

তাঁর নাটকে নূরকে দেখা গেল মাস্তানরূপে। এরপর ডাকাতও হলেন। তারপর একেবারে ভিন্ন চরিত্র—জমিদার। এর আগে অবশ্য আবদুল্লাহ আল-মামুনের ‘আবদুল্লাহর সুখ-দুঃখ’ নাটকে অভিনয় করেছিলেন একেবারে গৃহকর্মীর চরিত্রে। তখন ‘চাকর’ শব্দটাই ব্যবহার হতো বেশি।

‘পিঞ্জিরায় বন্দি হইয়া রে’ নাটকে পেশাদার খুনির চরিত্রে যখন অভিনয় করলেন, তখন তিনি মাঙ্কি ক্যাপ দিলেন মাথায়, হাতে পরলেন গ্লাভস। হুমায়ূন আহমেদ জিজ্ঞেস করলেন, ‘আপনি গ্লাভস পরেছেন কেন?’

নূর উত্তর দিলেন, ‘আমি পেশাদার খুনি। এই অন্যায় কাজটা নিজের হাতে করতে চাই না। খুনি, কিন্তু নিজের জন্য খুন করি না, তাই গ্লাভস পরে করি।’ হুমায়ূন আহমেদের সঙ্গে এই ছিল নূরের কাজের সম্পর্ক।

‘আগুনের পরশমণি’ সিনেমার শুটিংয়ের একেবারে শেষের দিকের কথা। কয়েকটা শট মনঃপূত হয়নি। আবার নেওয়া হবে। উত্তরার কোথাও শুটিং হচ্ছিল। নূরকে কল দেওয়া হয়েছিল। তিনি সময়মতো হাজির হয়েছেন। কিন্তু সময় গড়িয়ে যায়, নূরের আর ডাক পড়ে না। এভাবে ছয় ঘণ্টা চলে গেল। নূরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হুমায়ূন তাঁকে বললেন, ‘এসে একটা শট দিয়ে চলে গেলেই হবে?’

নূর রেগে বললেন, ‘এভাবে তো কাজ করা যায় না।’

হুমায়ূনও রেগে বললেন, ‘আপনার কাজ থাকলে আপনি চলে যান।’

নূর ঠিকই ফিরে গেলেন। সেদিনই রাত এগারোটা-বারোটার দিকে বন্ধুবান্ধবসহ হুমায়ূন হাজির হলেন নূরের ফ্ল্যাটে। হাতে ফুলের তোড়া। সেই রাতেই রান্না-বান্না-খাওয়া-দাওয়া হতে হতে ভোর।

সূত্র: জাহীদ রেজা নূর, চোখের আলোয়-২, পৃষ্ঠা ৪৬-৫০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত