সম্পাদকীয়
টিভি নাটকের ক্ষেত্রে হুমায়ূন আহমেদের সঙ্গে আসাদুজ্জামান নূরের এক অদ্ভুত বন্ধন ছিল। অনেক সময় পরিচালক যে নির্দেশ দিতেন, তা থেকে বাড়তি কিছু করতেন নূর। প্রেমের গল্প, রোমান্টিক চরিত্রে অভিনয় তত দিনে একঘেয়ে হয়ে উঠেছে নূরের কাছে। তিনি বিচিত্র চরিত্রে অভিনয় করতে চাইতেন। সে রকম বেশ কিছু চরিত্রের দেখা পাওয়া গেল হুমায়ূন আহমেদের নাটকে।
তাঁর নাটকে নূরকে দেখা গেল মাস্তানরূপে। এরপর ডাকাতও হলেন। তারপর একেবারে ভিন্ন চরিত্র—জমিদার। এর আগে অবশ্য আবদুল্লাহ আল-মামুনের ‘আবদুল্লাহর সুখ-দুঃখ’ নাটকে অভিনয় করেছিলেন একেবারে গৃহকর্মীর চরিত্রে। তখন ‘চাকর’ শব্দটাই ব্যবহার হতো বেশি।
‘পিঞ্জিরায় বন্দি হইয়া রে’ নাটকে পেশাদার খুনির চরিত্রে যখন অভিনয় করলেন, তখন তিনি মাঙ্কি ক্যাপ দিলেন মাথায়, হাতে পরলেন গ্লাভস। হুমায়ূন আহমেদ জিজ্ঞেস করলেন, ‘আপনি গ্লাভস পরেছেন কেন?’
নূর উত্তর দিলেন, ‘আমি পেশাদার খুনি। এই অন্যায় কাজটা নিজের হাতে করতে চাই না। খুনি, কিন্তু নিজের জন্য খুন করি না, তাই গ্লাভস পরে করি।’ হুমায়ূন আহমেদের সঙ্গে এই ছিল নূরের কাজের সম্পর্ক।
‘আগুনের পরশমণি’ সিনেমার শুটিংয়ের একেবারে শেষের দিকের কথা। কয়েকটা শট মনঃপূত হয়নি। আবার নেওয়া হবে। উত্তরার কোথাও শুটিং হচ্ছিল। নূরকে কল দেওয়া হয়েছিল। তিনি সময়মতো হাজির হয়েছেন। কিন্তু সময় গড়িয়ে যায়, নূরের আর ডাক পড়ে না। এভাবে ছয় ঘণ্টা চলে গেল। নূরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হুমায়ূন তাঁকে বললেন, ‘এসে একটা শট দিয়ে চলে গেলেই হবে?’
নূর রেগে বললেন, ‘এভাবে তো কাজ করা যায় না।’
হুমায়ূনও রেগে বললেন, ‘আপনার কাজ থাকলে আপনি চলে যান।’
নূর ঠিকই ফিরে গেলেন। সেদিনই রাত এগারোটা-বারোটার দিকে বন্ধুবান্ধবসহ হুমায়ূন হাজির হলেন নূরের ফ্ল্যাটে। হাতে ফুলের তোড়া। সেই রাতেই রান্না-বান্না-খাওয়া-দাওয়া হতে হতে ভোর।
সূত্র: জাহীদ রেজা নূর, চোখের আলোয়-২, পৃষ্ঠা ৪৬-৫০
টিভি নাটকের ক্ষেত্রে হুমায়ূন আহমেদের সঙ্গে আসাদুজ্জামান নূরের এক অদ্ভুত বন্ধন ছিল। অনেক সময় পরিচালক যে নির্দেশ দিতেন, তা থেকে বাড়তি কিছু করতেন নূর। প্রেমের গল্প, রোমান্টিক চরিত্রে অভিনয় তত দিনে একঘেয়ে হয়ে উঠেছে নূরের কাছে। তিনি বিচিত্র চরিত্রে অভিনয় করতে চাইতেন। সে রকম বেশ কিছু চরিত্রের দেখা পাওয়া গেল হুমায়ূন আহমেদের নাটকে।
তাঁর নাটকে নূরকে দেখা গেল মাস্তানরূপে। এরপর ডাকাতও হলেন। তারপর একেবারে ভিন্ন চরিত্র—জমিদার। এর আগে অবশ্য আবদুল্লাহ আল-মামুনের ‘আবদুল্লাহর সুখ-দুঃখ’ নাটকে অভিনয় করেছিলেন একেবারে গৃহকর্মীর চরিত্রে। তখন ‘চাকর’ শব্দটাই ব্যবহার হতো বেশি।
‘পিঞ্জিরায় বন্দি হইয়া রে’ নাটকে পেশাদার খুনির চরিত্রে যখন অভিনয় করলেন, তখন তিনি মাঙ্কি ক্যাপ দিলেন মাথায়, হাতে পরলেন গ্লাভস। হুমায়ূন আহমেদ জিজ্ঞেস করলেন, ‘আপনি গ্লাভস পরেছেন কেন?’
নূর উত্তর দিলেন, ‘আমি পেশাদার খুনি। এই অন্যায় কাজটা নিজের হাতে করতে চাই না। খুনি, কিন্তু নিজের জন্য খুন করি না, তাই গ্লাভস পরে করি।’ হুমায়ূন আহমেদের সঙ্গে এই ছিল নূরের কাজের সম্পর্ক।
‘আগুনের পরশমণি’ সিনেমার শুটিংয়ের একেবারে শেষের দিকের কথা। কয়েকটা শট মনঃপূত হয়নি। আবার নেওয়া হবে। উত্তরার কোথাও শুটিং হচ্ছিল। নূরকে কল দেওয়া হয়েছিল। তিনি সময়মতো হাজির হয়েছেন। কিন্তু সময় গড়িয়ে যায়, নূরের আর ডাক পড়ে না। এভাবে ছয় ঘণ্টা চলে গেল। নূরের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। হুমায়ূন তাঁকে বললেন, ‘এসে একটা শট দিয়ে চলে গেলেই হবে?’
নূর রেগে বললেন, ‘এভাবে তো কাজ করা যায় না।’
হুমায়ূনও রেগে বললেন, ‘আপনার কাজ থাকলে আপনি চলে যান।’
নূর ঠিকই ফিরে গেলেন। সেদিনই রাত এগারোটা-বারোটার দিকে বন্ধুবান্ধবসহ হুমায়ূন হাজির হলেন নূরের ফ্ল্যাটে। হাতে ফুলের তোড়া। সেই রাতেই রান্না-বান্না-খাওয়া-দাওয়া হতে হতে ভোর।
সূত্র: জাহীদ রেজা নূর, চোখের আলোয়-২, পৃষ্ঠা ৪৬-৫০
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫