সম্পাদকীয়
রাজনীতিতে তখন খুব জড়িয়ে আছেন আখতারুজ্জামান ইলিয়াসের বাবা বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস। পূর্ব বাংলা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তিনি। পারিবারিক ব্যাপারে মন দেওয়ার সময় ছিল না তাঁর। রাজনীতি করার কারণে বাড়িটা সব সময় সরগরম থাকত। তাঁদেরই একজন, যাঁকে ইলিয়াস ‘সিদ্দিক চাচা’ বলে ডাকতেন, তাঁর মাধ্যমে ইলিয়াসরা দুই ভাই ভর্তি হয়ে গেলেন এক স্কুলে। আখতারুজ্জামান আর শহীদুজ্জামান। ভর্তি তো করিয়ে দিলেন সিদ্দিক চাচা, কিন্তু স্কুলের প্রথম দিনে তাঁকে খুঁজে পাওয়া গেল না। অন্য এক চাচার ওপর ভার পড়ল স্কুলে নিয়ে যাওয়ার। ঢাকার কোন স্কুলে তাঁদের ভর্তি করানো হয়েছে, সে কথা তো আর এই চাচা জানেন না, তাই এক এক স্কুলে গিয়ে জিজ্ঞেস করতে থাকলেন।
ঢাকার সব স্কুলই তখন লক্ষ্মীবাজার-সদরঘাট এলাকায়। একমাত্র নওয়াবপুর প্রিয়নাথ স্কুল বাদে। দুই ভাইকে নিয়ে রিকশা করে হন্যে হয়ে স্কুল খুঁজে বেড়াচ্ছেন চাচা। বাংলাবাজার মেয়েদের স্কুলে ঢুকতে গিয়ে ঘটল এক বাজে ঘটনা। একেবারে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো তাঁদের।
শেষ পর্যন্ত সেন্ট ফ্রান্সিসের মোসাহেবরা খাতা খুলে দেখলেন, হ্যাঁ, আছে, নাম আছে এই দুজনের। ব্যস, সেখানেই শুরু হলো পড়াশোনা। কিন্তু বছর দেড়েক পরে এক চাচার পরামর্শে তাঁদের চলে যেতে হয় বগুড়ায়। ভর্তি হতে হয় বগুড়া জিলা স্কুলে। সেখান থেকেই ম্যাট্রিক পাস করেন তিনি।
বাবার মধ্যে একটা ব্যাপার বরাবর লক্ষ করেছেন ইলিয়াস। তিনি কোনো কিছু চাপিয়ে দিতে চাননি। নিচের ক্লাসে পড়ার সময়ই বাবার সঙ্গে নানা বিষয়ে তর্ক করতেন। সাহিত্যবোধ, রাজনীতি, ধর্ম—নিজে যা ভাবতেন, তাই বলতেন। মাঝে মাঝে বেয়াদবের মতো কথা বলতেন। একবার পাকিস্তান আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে এক নেতাকে ‘কুকুর’ বলে ফেলেছিলেন। তাঁর বাবা বললেন, ‘তর্কের সময় এই সব টার্ম ব্যবহার করা ঠিক না।’
পরমতসহিষ্ণুতার শিক্ষা বাবার কাছেই পেয়েছিলেন তিনি।
সূত্র: শাহাদুজ্জামান, কথাপরম্পরা, পৃষ্ঠা ৬২-৬৩
রাজনীতিতে তখন খুব জড়িয়ে আছেন আখতারুজ্জামান ইলিয়াসের বাবা বদিউজ্জামান মোহাম্মদ ইলিয়াস। পূর্ব বাংলা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত তিনি। পারিবারিক ব্যাপারে মন দেওয়ার সময় ছিল না তাঁর। রাজনীতি করার কারণে বাড়িটা সব সময় সরগরম থাকত। তাঁদেরই একজন, যাঁকে ইলিয়াস ‘সিদ্দিক চাচা’ বলে ডাকতেন, তাঁর মাধ্যমে ইলিয়াসরা দুই ভাই ভর্তি হয়ে গেলেন এক স্কুলে। আখতারুজ্জামান আর শহীদুজ্জামান। ভর্তি তো করিয়ে দিলেন সিদ্দিক চাচা, কিন্তু স্কুলের প্রথম দিনে তাঁকে খুঁজে পাওয়া গেল না। অন্য এক চাচার ওপর ভার পড়ল স্কুলে নিয়ে যাওয়ার। ঢাকার কোন স্কুলে তাঁদের ভর্তি করানো হয়েছে, সে কথা তো আর এই চাচা জানেন না, তাই এক এক স্কুলে গিয়ে জিজ্ঞেস করতে থাকলেন।
ঢাকার সব স্কুলই তখন লক্ষ্মীবাজার-সদরঘাট এলাকায়। একমাত্র নওয়াবপুর প্রিয়নাথ স্কুল বাদে। দুই ভাইকে নিয়ে রিকশা করে হন্যে হয়ে স্কুল খুঁজে বেড়াচ্ছেন চাচা। বাংলাবাজার মেয়েদের স্কুলে ঢুকতে গিয়ে ঘটল এক বাজে ঘটনা। একেবারে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো তাঁদের।
শেষ পর্যন্ত সেন্ট ফ্রান্সিসের মোসাহেবরা খাতা খুলে দেখলেন, হ্যাঁ, আছে, নাম আছে এই দুজনের। ব্যস, সেখানেই শুরু হলো পড়াশোনা। কিন্তু বছর দেড়েক পরে এক চাচার পরামর্শে তাঁদের চলে যেতে হয় বগুড়ায়। ভর্তি হতে হয় বগুড়া জিলা স্কুলে। সেখান থেকেই ম্যাট্রিক পাস করেন তিনি।
বাবার মধ্যে একটা ব্যাপার বরাবর লক্ষ করেছেন ইলিয়াস। তিনি কোনো কিছু চাপিয়ে দিতে চাননি। নিচের ক্লাসে পড়ার সময়ই বাবার সঙ্গে নানা বিষয়ে তর্ক করতেন। সাহিত্যবোধ, রাজনীতি, ধর্ম—নিজে যা ভাবতেন, তাই বলতেন। মাঝে মাঝে বেয়াদবের মতো কথা বলতেন। একবার পাকিস্তান আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে এক নেতাকে ‘কুকুর’ বলে ফেলেছিলেন। তাঁর বাবা বললেন, ‘তর্কের সময় এই সব টার্ম ব্যবহার করা ঠিক না।’
পরমতসহিষ্ণুতার শিক্ষা বাবার কাছেই পেয়েছিলেন তিনি।
সূত্র: শাহাদুজ্জামান, কথাপরম্পরা, পৃষ্ঠা ৬২-৬৩
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫