সম্পাদকীয়
রবীন্দ্রনাথকে নিয়ে একটু আগ্রহ আছে যাঁর, তিনি জানেন ১৮৯১ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়টিতে রবীন্দ্রনাথ স্থায়ীভাবে পূর্ববঙ্গে বাস করেছিলেন। অনেকেই খেয়াল করে দেখেছেন, দীর্ঘ ৮০ বছরের জীবনে রবীন্দ্রনাথের এই পূর্ববঙ্গ বসবাসের সময়টাই সবচেয়ে বেশি সৃষ্টিশীল।
কী করে এ সময় তিনি এতটা সৃষ্টিশীল হয়ে উঠলেন? পূর্ববঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রবীন্দ্রনাথকে ঋদ্ধ করেছিল। আগে তিনি যেন বাস করতেন বদ্ধ জলাশয়ে, এখানে এসে পেলেন প্রমত্তা নদী।
একসময় তিনি ইতিহাসের চরিত্রদের নির্মাণ করেছেন সাহিত্যে। তাঁর লেখায় এসেছে কবি পৃথ্বীরাজ, মোহাম্মদ ঘোরী, প্রতাপাদিত্য, গোবিন্দমাণিক্য। পূর্ববঙ্গে এসে রবীন্দ্রনাথ লিখলেন সাধারণ মানুষকে নিয়ে। তাঁর লেখায় উঠে এল এক দরিদ্র পোস্টমাস্টারের কথা। রতনের কথা। পূর্ববঙ্গের প্রকৃতিও মুক্তি পেল রবীন্দ্রনাথের লেখায়। প্রকৃতিই যেন তাঁকে দিয়ে লিখিয়ে নিচ্ছিল। ছিন্নপত্রাবলীতে তিনি লিখেছেন, ‘আমিও লিখছিলুম এবং আমার চারপাশে আলো এবং বাতাস এবং তরুশাখার কম্পন তাদের ভাষা যোগ করে দিচ্ছিল।’
রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটিতে যে পোস্টমাস্টারের কথা বলা হচ্ছে, তাঁর দেখা পেয়েছিলেন তিনি শাহজাদপুরে, ছুটি গল্পের ফটিককেও। ছিদাম, মৃন্ময়ীরাও তো পূর্ববঙ্গের জমিদারিতেই বাস্তবে-কল্পনায় মিশে ছিল। আর কবিতা? এই সময়টিতে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন পাঁচ শরও বেশি। সোনার তরী আর চিত্রা কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই পূর্ববঙ্গে বসে লেখা। বৈষ্ণব ও বাউল—এই দুই লৌকিক ধর্মেও আকৃষ্ট হয়েছিলেন তিনি। পূর্ববঙ্গ পর্বে বাউলেরা তাঁর ওপর প্রভাব ফেলেছিল। প্রথম যে বাউল গানটি রবীন্দ্রনাথের মনকে নাড়া দিয়েছিল, সেটি হলো, ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে...’। বাউল দর্শন ও গানের সুর রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পূর্ববঙ্গ ত্যাগ করে শান্তিনিকেতনে স্থায়ী বসবাসের সময়ই বাউল প্রভাব পড়ে রবীন্দ্রনাথের রচনায়।
বাউল-দর্শন রবীন্দ্রনাথকে আলোড়িত করেছিল গীতাঞ্জলি রচনার সময়।
সূত্র: গোলাম মুরশিদ, রবীন্দ্রমানস ও সৃষ্টিকর্মে পূর্ববঙ্গ, পৃষ্ঠা ৯৬-১২০
রবীন্দ্রনাথকে নিয়ে একটু আগ্রহ আছে যাঁর, তিনি জানেন ১৮৯১ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়টিতে রবীন্দ্রনাথ স্থায়ীভাবে পূর্ববঙ্গে বাস করেছিলেন। অনেকেই খেয়াল করে দেখেছেন, দীর্ঘ ৮০ বছরের জীবনে রবীন্দ্রনাথের এই পূর্ববঙ্গ বসবাসের সময়টাই সবচেয়ে বেশি সৃষ্টিশীল।
কী করে এ সময় তিনি এতটা সৃষ্টিশীল হয়ে উঠলেন? পূর্ববঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রবীন্দ্রনাথকে ঋদ্ধ করেছিল। আগে তিনি যেন বাস করতেন বদ্ধ জলাশয়ে, এখানে এসে পেলেন প্রমত্তা নদী।
একসময় তিনি ইতিহাসের চরিত্রদের নির্মাণ করেছেন সাহিত্যে। তাঁর লেখায় এসেছে কবি পৃথ্বীরাজ, মোহাম্মদ ঘোরী, প্রতাপাদিত্য, গোবিন্দমাণিক্য। পূর্ববঙ্গে এসে রবীন্দ্রনাথ লিখলেন সাধারণ মানুষকে নিয়ে। তাঁর লেখায় উঠে এল এক দরিদ্র পোস্টমাস্টারের কথা। রতনের কথা। পূর্ববঙ্গের প্রকৃতিও মুক্তি পেল রবীন্দ্রনাথের লেখায়। প্রকৃতিই যেন তাঁকে দিয়ে লিখিয়ে নিচ্ছিল। ছিন্নপত্রাবলীতে তিনি লিখেছেন, ‘আমিও লিখছিলুম এবং আমার চারপাশে আলো এবং বাতাস এবং তরুশাখার কম্পন তাদের ভাষা যোগ করে দিচ্ছিল।’
রবীন্দ্রনাথের পোস্টমাস্টার গল্পটিতে যে পোস্টমাস্টারের কথা বলা হচ্ছে, তাঁর দেখা পেয়েছিলেন তিনি শাহজাদপুরে, ছুটি গল্পের ফটিককেও। ছিদাম, মৃন্ময়ীরাও তো পূর্ববঙ্গের জমিদারিতেই বাস্তবে-কল্পনায় মিশে ছিল। আর কবিতা? এই সময়টিতে রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন পাঁচ শরও বেশি। সোনার তরী আর চিত্রা কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই পূর্ববঙ্গে বসে লেখা। বৈষ্ণব ও বাউল—এই দুই লৌকিক ধর্মেও আকৃষ্ট হয়েছিলেন তিনি। পূর্ববঙ্গ পর্বে বাউলেরা তাঁর ওপর প্রভাব ফেলেছিল। প্রথম যে বাউল গানটি রবীন্দ্রনাথের মনকে নাড়া দিয়েছিল, সেটি হলো, ‘আমি কোথায় পাব তারে, আমার মনের মানুষ যে রে...’। বাউল দর্শন ও গানের সুর রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, পূর্ববঙ্গ ত্যাগ করে শান্তিনিকেতনে স্থায়ী বসবাসের সময়ই বাউল প্রভাব পড়ে রবীন্দ্রনাথের রচনায়।
বাউল-দর্শন রবীন্দ্রনাথকে আলোড়িত করেছিল গীতাঞ্জলি রচনার সময়।
সূত্র: গোলাম মুরশিদ, রবীন্দ্রমানস ও সৃষ্টিকর্মে পূর্ববঙ্গ, পৃষ্ঠা ৯৬-১২০
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫