যুক্তরাষ্ট্রের প্রথম মিলিয়নিয়ার লেখক
ফ্লোরা বেলম্যানকে একনামে চিনবে না কেউ। তিনি ছিলেন সাহিত্যিক জন গ্রিফিত চেইনির মা। না, এবারও স্পষ্ট হলো না। যে নামটি বলা হলো, সেই নামে এই সাহিত্যিক পরিচিতি পাননি। জ্যাক লন্ডন নামটি বললে তবেই সবাই ফেলবে স্বস্তির নিশ্বাস। বলবে, ‘হ্যাঁ, বটে! এত বড় একজন লেখককে চিনব না!’