Ajker Patrika

কবিতার শুরু

সম্পাদকীয়
আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৬: ০১
কবিতার শুরু

সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতা লিখতে শুরু করেছিলেন কৈশোর থেকে। তাঁর প্রিয় মানুষ গৌরমোহন মুখোপাধ্যায়ের নির্দেশ মানতেন তিনি। গৌরমোহনের কথা ছিল ‘নট এ ডে উইদাউট এ লাইন’। তবে তিনি সতর্ক করে দিয়েছিলেন, ‘কোন কবিতা ছাপতে দিতে হবে, কোনটা নয়, সেটা তুমি নিজেই বুঝতে পারবে।’

এরপর শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় তখন আপ্রাণ চেষ্টা করছেন, কবিতা যেন রবীন্দ্রনাথের ছায়া থেকে বেরিয়ে আসে। আর এই বেরিয়ে আসার জন্য কী পরিমাণ সংগ্রাম করতে হয়েছে কবিদের, সেই গল্প শুনতে শুনতেই কবিতার সঙ্গে বসবাস পোক্ত হলো সৌমিত্রের।

ক্লাস টেনে থাকতে কবিতা লেখার শুরু। বাবার বদলির চাকরি হওয়ায় অল্প বয়সেই নানা রকম পরিবেশে থেকেছেন, উপভোগ করেছেন প্রকৃতির ভালোবাসা। মনের মধ্যে দানা বাঁধতে শুরু করেছে রোমান্টিক আবেগ। কীভাবে সে আবেগ ব্যক্ত করবেন সৌমিত্র? সে জন্যই বেছে নিয়েছিলেন কবিতাকে।

মানের দিক থেকে কেমন ছিল সে কবিতা? সৌমিত্রেরই মনে হতো, সেগুলো ছিল রদ্দি মাল। রবীন্দ্রনাথের ছায়া থেকে বের হতে পারছিলেন না তিনি। নিজের মতো হয়ে ওঠা হচ্ছিল না একেবারে। সে সময় শক্তি চট্টোপাধ্যায়ের নামডাক হয়েছে। তাঁর কবিতাগুলো বাংলা সাহিত্যে এক একটা ল্যান্ডমার্ক হয়ে উঠছে। তিনি সৌমিত্রকে পাত্তা না দিলে কিছুই আসত-যেত না। কিন্তু শক্তি সে কাজটি করেননি; বরং আগ্রহ নিয়ে সৌমিত্রের কবিতা শুনেছেন। কখনো কবিতা শুনে বলতেন, ‘পুলু (সৌমিত্র চট্টোপাধ্যায়ের ডাক নাম), এটা একটু রবীন্দ্রনাথ হয়ে গেল না?’

কী করলে লেখা রবীন্দ্রনাথের মতো হয়ে উঠবে না, সে চেষ্টা সৌমিত্রকে করতে হয়েছে। আস্তে আস্তে রবীন্দ্র-প্রভাব এড়িয়ে নিজের পথের দেখা পেয়েছেন সৌমিত্র। আর তখনই শক্তি বলেছেন, ‘পুলু, এবার বই বের করো।’ শুধু কি তাই? সৌমিত্রের জন্য প্রকাশকও খুঁজে দিয়েছিলেন শক্তি চট্টোপাধ্যায়। সেটা ছিল ১৯৭৫ সাল।

 

সূত্র: পায়েল সেনগুপ্ত, দেশ, ডিসেম্বর ২০২০ সংখ্যা, পৃষ্ঠা ৩৬-৩৭

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত