Ajker Patrika

রুদ্রের প্লেইন অ্যান্ড সিম্পল জীবন

সম্পাদকীয়
আপডেট : ৩০ জুলাই ২০২২, ০৯: ৩৭
রুদ্রের প্লেইন অ্যান্ড সিম্পল জীবন

রুদ্র মোহম্মদ শহিদুল্লাহর মৃত্যুটা অনেকের কাছেই ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। নিজের মতো একটা জীবনধারণ পদ্ধতি তিনি আবিষ্কার করে ফেলেছিলেন। এমন কিছু দ্যুতিময় পঙ্‌ক্তি তিনি রচনা করেছেন, যা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছিল পাঠক বা আবৃত্তিকারদের মুখে মুখে। এর সঙ্গে ছিল তাঁর গান। ‘আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছ তুমি হৃদয়জুড়ে...’ গানটি তো এখনো সবার মুখে মুখে।

সেই রুদ্রের সঙ্গে আহমদ ছফার প্রথম পরিচয় হয় আবদুল্লাহ আবু সায়ীদের গ্রিন রোডের ফ্ল্যাটে। নাম-পরিচয়ের সময় রুদ্র বলেন, ‘আমার নাম রুদ্র মোহম্মদ শহিদুল্লাহ।’

নাম শুনে একটু হকচকিয়ে গিয়েছিলেন ছফা। জিজ্ঞাসুদৃষ্টিতে তরুণটির দিকে তাকালেন ছফা। তাতে রুদ্র যা বোঝার বুঝে নিলেন, ‘নাম শুনে অবাক হচ্ছেন? এ রকমই আমার নাম, রুদ্র মোহম্মদ শহিদুল্লাহ। আপনার নাম আহমদ ছফা। ওটাও এমন ভালো নাম কী?’

আহমদ ছফা নিজেই কথা বলেন সোজাসুজি। আরও একজন সোজাসুজি কথা বলার মানুষ পেলেন তিনি।

দিন কেটে যায়। একবার ছফার ইন্টারন্যাশনাল হোস্টেলে দেখা করতে এলেন রুদ্র। আহমদ ছফা ধরেই নিয়েছিলেন, এত দিনে নিশ্চয়ই চাকরিবাকরি নিয়ে আছে রুদ্র। তাই ছফা জিজ্ঞেস করলেন, ‘এখন কী করছ?’

রুদ্র বললেন, ‘আমি প্লেইন অ্যান্ড সিম্পল জীবনযাপন করছি।’

ছফার প্রশ্ন, ‘তুমি চাকরিবাকরি কিছু করছ না?’

রুদ্রের জবাব, ‘আপনি অশ্লীল প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আমি আপনাকে বলেই দিয়েছি, আমি প্লেইন অ্যান্ড সিম্পল জীবনযাপন করছি। আর কোনো প্রশ্ন করবেন না।’

রুদ্রের প্লেইন অ্যান্ড সিম্পল জীবনযাপনে যাতনা কম ছিল না। বহুবার তাঁর মন গুঁড়িয়ে গেছে কষ্টে, বহুবার নিজের যন্ত্রণা প্রকাশ করেছেন কবিতায় কবিতায়। তাই রাজাবাজারের বাড়িতে যখন চিত হয়ে শুয়ে ছিলেন রুদ্র, তখনো মনে হচ্ছিল এটা বুঝি প্লেইন অ্যান্ড সিম্পল পথে জীবনের পথ পাড়ি দেওয়ায় যবনিকা পড়ল।

সূত্র: আহমদ ছফা, রুদ্র মোহম্মদ শহিদুল্লাহ স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ৮৫-৮৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত