Ajker Patrika

গানের ভেতর দিয়ে

সম্পাদকীয়
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৫: ২৭
গানের ভেতর দিয়ে

১৯৩৫ সালে যখন ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের অভিষেক হলো, সে বছর গ্রীষ্মের ছুটিতে ড. কাজী মোতাহার হোসেন তাঁর পরিবার-পরিজন নিয়ে ঢাকা থেকে কলকাতায় বেড়াতে গেলেন। সেখানে যাওয়ার পর কাজী সাহেবের মনে হলো, আরেক কাজী, অর্থাৎ কাজী নজরুল ইসলামের বাড়িতে গিয়ে তো দাবা খেলা যায়!

সে সময় নজরুল থাকতেন ইনটালিতে। সেখানকার বাড়িগুলো সব গায়ে গায়ে লাগানো। দোতলা বাড়ি, ঠিক মাঝখান দিয়ে সিঁড়ি উঠে গেছে। দোতলায় দুটো ফ্ল্যাট। তার একটিতে থাকেন নজরুল। পাঁচটি ঘর সে ফ্ল্যাটে। আলো-বাতাস খুব। ল্যান্ডিংয়েই ছিল একটা পাখি। কেউ বাড়িতে এলেই সেটা বলে উঠত, ‘কে এল? কে এল?’

এই পাখিকে আমাদের দেশে ডাকা হয় লালমোহন বলে। আমেরিকা বা অস্ট্রেলিয়ায় সেটার নাম ম্যাকাও। পাখির ডাকেই কলবেলের কাজ হতো। দরজা খুলে অতিথি বরণ করে নিতেন বাড়ির অধিবাসীরা।

নজরুলের মুড দেখেই কাজী মোতাহার হোসেন বুঝলেন, আজ আর দাবা খেলা হবে না। তাহলে গান হোক। কাজী সাহেবের সঙ্গে তাঁর ছেলেমেয়েরাও এসেছে। গানের পাগল তারাও। নজরুল তখন কাগজ আর ফাউন্টেন পেন নিয়ে খসখস করে লিখে চলেছেন। গান লেখা শেষ হলে কাজী সাহেবের মেয়ে যোবায়দা মির্যাসহ আরও যারা ছিল, তাদের গানটি শিখিয়ে দিলেন। ওরা তো মহা আনন্দে গান শিখে নিল। এবার বিভিন্ন জায়গায় গিয়ে ‘নজরুলের নতুন গান’ গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেবে। কিন্তু নজরুল তখন বললেন, ‘এ গানটা রেকর্ড বের হওয়ার আগে তোমরা কোনো আসরে গেয়ো না।’ এ কথা শুনে ছোটদের মন একটু খারাপই হয়েছিল।

তবে আনন্দের ব্যাপার হলো, নজরুলের লেখা গানের রেকর্ড যখন বের হতো হিজ মাস্টার্স ভয়েজ থেকে, তখন নজরুল বেশ কয়েক কপি পেতেন বিনা মূল্যে। তারই একটি পাঠিয়ে দিতেন কাজী মোতাহার হোসেনের বাড়িতে। যোবায়দারাও তন্ময় হয়ে শুনত সে গান।

সূত্র: যোবায়দা মির্যা, রচনা সংগ্রহ, পৃষ্ঠা ৮৪-৮৫

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত