Ajker Patrika

তালগাছ এক পায়ে দাঁড়িয়ে

সম্পাদকীয়
আপডেট : ০১ আগস্ট ২০২২, ১১: ০৯
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে

শৈশব-কৈশোরে সেলিনা হোসেন কখনোই ভাবেননি যে সাহিত্যিক হবেন। বিশ্ববিদ্যালয়ে গিয়েই কেবল তাঁর মনে লেখালেখির বিষয়টি পোক্ত হতে থাকে। এটা-ওটা লিখতে লিখতেই তিনি শিক্ষকদের নজরে পড়ে যান। স্যারদের অনেকেই বলতেন, ‘ভালোই তো লিখতে পারো। লিখে দাও, আমি ছাপব।’

তবে তার আগে আরেকটি ঘটনার কথা এ প্রসঙ্গে বলে নেওয়া ভালো। উচ্চমাধ্যমিকে পড়ার সময় একবার অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ছিলেন দুই মাস। সে সময় জীবনের অন্য কোনো বিষয় সম্পর্কে আগ্রহগুলো মরে যাচ্ছিল। বিভাগীয় আন্তকলেজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, কিন্তু সেখানে তিনি কীভাবে অংশ নেবেন? সেখানে রাজশাহী বিভাগের কমিশনার এসেছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এসেছিলেন। কলেজশিক্ষকেরা বললেন, এই মেয়ে তো মঞ্চ ছাড়া কিছু বোঝে না। ও স্টেজে উঠুক।

সেলিনা হোসেন গল্প লিখলেন, তাতে প্রথম হলেন। বিতর্ক করলেন, তাতেও চ্যাম্পিয়ন হলেন। আগে কখনো উপস্থিত বক্তৃতা করেননি, তাই সে বিষয়ে নাম দেননি। তখন শিক্ষকেরা বললেন, ‘তুমি উপস্থিত বক্তৃতায় নাম দাও। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় সেদিনের সভাপতি ছিলেন মুস্তাফা নূরউল ইসলাম। তাঁকে জীবনে প্রথম দেখলেন সেদিন। তিনি সেলিনা হোসেনকে বললেন, ‘একটা কাগজ তোলো।’ উপস্থিত বক্তৃতার নিয়ম অনুযায়ী অনেকগুলো কাগজের মধ্য থেকে লটারির মতো একটি কাগজ তুলতে হবে। সেলিনা যেটা তুললেন, সেটাতে লেখা ছিল ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’।

রবীন্দ্রনাথের এই কবিতা পড়েছেন অনেক আগেই। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সে কথা মনে পড়ল তাঁর। এরপর তিনি যেখানে যত তালগাছ দেখেছেন, তার বর্ণনা করলেন। বললেন বাবুই পাখির বাসার কথা। এত গুছিয়ে তিনি কথা বলতে পারবেন, সেটা নিজেই কখনো ধারণা করেননি। কিন্তু ফলাফলে দেখা গেল, এ বিষয়েও তিনি প্রথম স্থান অধিকার করেছেন।

সাহিত্য রচনার সঙ্গে এ বিষয়ের হয়তো সম্পর্ক নেই, কিন্তু নানাভাবে যে তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, সে কথাটা এই ঘটনার মাধ্যমে জানা হয়ে গেল আমাদের।

সূত্র: বিধান চন্দ্র পালের লেখা ‘সেতুবন্ধন’ বইয়ে সেলিনা হোসেনের সাক্ষাৎকার, পৃষ্ঠা ৪৩১-৪৩২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত