আমিষভোজী লেনন
জন লেনন সম্পর্কে ভালো-মন্দ নানা কথাই শোনা যায়। তবে লেনন যে বিংশ শতাব্দীর একজন তারকাশিল্পী, সে ব্যাপারে কারও দ্বিমত নেই। লেননের জীবনে এমন অনেক ঘটনাই আছে, যেগুলো নিয়ে কথা হয়েছে কম। এই যেমন তাঁর চোখ। ছেলেবেলা থেকেই চোখে কম দেখতেন লেনন, কিন্তু চশমা ব্যবহার করতে চাইতেন না একেবারেই।