সম্পাদকীয়
গিরিডিতে সুনির্মল বসুর শৈশব কেটেছে। তাঁদের বাড়িতে যেসব মাসিক পত্রিকা আসত, তার সবই ছিল বড়দের জন্য। একদিন শ্রাবণ মাসের বৃষ্টির মধ্যে স্কুলের পথে রওনা দিয়েছেন সুনির্মল, এমন সময় তাঁর বাবা বালিশের নিচ থেকে চারখানা পত্রিকা বের করে সুনির্মল বসুর হাতে দিলেন। চোখ বড় বড় করে সুনির্মল দেখলেন, পত্রিকাটির মনকাড়া প্রচ্ছদ, নাম—সন্দেশ। খাবার সন্দেশ পেলেও এতটা আনন্দিত হতেন না তিনি। এ রকম মনকাড়া পত্রিকা বাড়িতে রেখে স্কুলে যেতে হলো! স্কুলে কি আর মন বসে? কখন এসে পত্রিকাটি দেখবেন, তা নিয়ে উন্মুখ হয়ে রইলেন। বাড়ি ফিরে ডুবে গেলেন সন্দেশের ধাঁধা, গল্প, কবিতায়। প্রতিটা সংখ্যাতেই প্রথমে রঙিন ছবি আর ভেতরের গল্পের সঙ্গে, কবিতার সঙ্গে মজার মজার ছবি। শিল্পীর নাম ইউ আর। এর মানে যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সেটা তিনি জানতেন।
সে বছরই, অর্থাৎ ১৩২০ সনের বৈশাখ থেকে সন্দেশ বের হচ্ছিল। বাবা সুনির্মল বসুকে গ্রাহক করে দিয়েছিলেন। বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত চারখানা সন্দেশ তাই একসঙ্গে এসেছিল। এর পর থেকে মাসপয়লা একটা করে সন্দেশ আসতে লাগল। মাসের শুরুতে সন্দেশের জন্য অপেক্ষার প্রহর যেন কাটতে চাইত না। প্রতিদিন ভোরবেলা ডাকঘরে গিয়ে বাড়িরই একজন লোক চিঠি নিয়ে আসতেন। সেই চিঠির মধ্যে সন্দেশের বাদামি মোড়ক দেখলেই খুশিতে মন ভরে উঠত।
এই গিরিডিতেই সুনির্মলের আরও কয়েকজন বন্ধু সন্দেশের গ্রাহক হলেন। একবার লুকিয়ে লুকিয়ে একটা ধাঁধার উত্তর দিলেন সুনির্মল বসু। পরের সংখ্যায় দেখলেন, উত্তরের মধ্যে নাম বেরিয়েছে, সুনির্মলচন্দ্র বসু, প্রভাতচন্দ্র বসু, নিরূপমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আরে! তিনজনই তো বন্ধু! গিরিডির ছেলে! জানা গেল, তাঁরা একেকজন অন্যকে অবাক করে দেবেন বলে আলাদা আলাদাভাবে ধাঁধার উত্তর দিয়েছিলেন।
ধাঁধার উত্তরে নাম যখন বের হলো, তখন সুনির্মলের মনে হলো, এবার কিছু লেখা পাঠাই গোপনে। পাঠালেন বটে, কিন্তু সে লেখা আর কোনো দিন সন্দেশে ছাপা হয়নি।
সূত্র: সুনির্মল বসু, জীবনখাতার কয়েক পাতা, পৃষ্ঠা ৬২-৬৪
গিরিডিতে সুনির্মল বসুর শৈশব কেটেছে। তাঁদের বাড়িতে যেসব মাসিক পত্রিকা আসত, তার সবই ছিল বড়দের জন্য। একদিন শ্রাবণ মাসের বৃষ্টির মধ্যে স্কুলের পথে রওনা দিয়েছেন সুনির্মল, এমন সময় তাঁর বাবা বালিশের নিচ থেকে চারখানা পত্রিকা বের করে সুনির্মল বসুর হাতে দিলেন। চোখ বড় বড় করে সুনির্মল দেখলেন, পত্রিকাটির মনকাড়া প্রচ্ছদ, নাম—সন্দেশ। খাবার সন্দেশ পেলেও এতটা আনন্দিত হতেন না তিনি। এ রকম মনকাড়া পত্রিকা বাড়িতে রেখে স্কুলে যেতে হলো! স্কুলে কি আর মন বসে? কখন এসে পত্রিকাটি দেখবেন, তা নিয়ে উন্মুখ হয়ে রইলেন। বাড়ি ফিরে ডুবে গেলেন সন্দেশের ধাঁধা, গল্প, কবিতায়। প্রতিটা সংখ্যাতেই প্রথমে রঙিন ছবি আর ভেতরের গল্পের সঙ্গে, কবিতার সঙ্গে মজার মজার ছবি। শিল্পীর নাম ইউ আর। এর মানে যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সেটা তিনি জানতেন।
সে বছরই, অর্থাৎ ১৩২০ সনের বৈশাখ থেকে সন্দেশ বের হচ্ছিল। বাবা সুনির্মল বসুকে গ্রাহক করে দিয়েছিলেন। বৈশাখ থেকে শ্রাবণ পর্যন্ত চারখানা সন্দেশ তাই একসঙ্গে এসেছিল। এর পর থেকে মাসপয়লা একটা করে সন্দেশ আসতে লাগল। মাসের শুরুতে সন্দেশের জন্য অপেক্ষার প্রহর যেন কাটতে চাইত না। প্রতিদিন ভোরবেলা ডাকঘরে গিয়ে বাড়িরই একজন লোক চিঠি নিয়ে আসতেন। সেই চিঠির মধ্যে সন্দেশের বাদামি মোড়ক দেখলেই খুশিতে মন ভরে উঠত।
এই গিরিডিতেই সুনির্মলের আরও কয়েকজন বন্ধু সন্দেশের গ্রাহক হলেন। একবার লুকিয়ে লুকিয়ে একটা ধাঁধার উত্তর দিলেন সুনির্মল বসু। পরের সংখ্যায় দেখলেন, উত্তরের মধ্যে নাম বেরিয়েছে, সুনির্মলচন্দ্র বসু, প্রভাতচন্দ্র বসু, নিরূপমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আরে! তিনজনই তো বন্ধু! গিরিডির ছেলে! জানা গেল, তাঁরা একেকজন অন্যকে অবাক করে দেবেন বলে আলাদা আলাদাভাবে ধাঁধার উত্তর দিয়েছিলেন।
ধাঁধার উত্তরে নাম যখন বের হলো, তখন সুনির্মলের মনে হলো, এবার কিছু লেখা পাঠাই গোপনে। পাঠালেন বটে, কিন্তু সে লেখা আর কোনো দিন সন্দেশে ছাপা হয়নি।
সূত্র: সুনির্মল বসু, জীবনখাতার কয়েক পাতা, পৃষ্ঠা ৬২-৬৪
বোঝাই যাচ্ছে ছবিটি একটি নাপিতের দোকানের। এ-ও বুঝতে অসুবিধা হয় না যে এটি ব্রিটিশ আমলে তোলা একটি ছবি। কেননা, দোকানের নামটি স্পষ্ট করে ইংরেজিতে লেখা—‘হানিফ বারবার নম্বর ফিফটি নাইন, হেয়ারকাটার অল হেয়ারি থিংস হিয়ার গট’। আর দোকানটির তালাবদ্ধ প্রবেশদ্বারের পাশের দেয়ালে ঝুলছে কতক পরচুলা, যেগুলোর কোনোটির...
১৩ ঘণ্টা আগেআজকের পত্রিকার পাঠক ফোরাম পাঠকবন্ধুর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (২ মে) বনশ্রীতে পত্রিকাটির প্রধান কার্যালয়ে উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন শাখার বন্ধুরা অংশ নেন।
১ দিন আগেকোকা-কোলার সঙ্গে ইসরায়েরের নানাভাবে সংযোগ থাকতে পারে। তবে এটি মূলত মার্কিন কোম্পানি, যার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত কোকা-কোলা এযাবৎ বহুবার বর্জনের মধ্য দিয়ে গেলেও এটি বিশ্বের অন্যতম বৃহৎ সফট ড্রিংকস কোম্পানি।
১ দিন আগেবাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির।
৪ দিন আগে